‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’

প্রথম পাতা » খেলাধুলা » ‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩



‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ’

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ যেন হয়ে উঠেছিল রোমাঞ্চকর এক লড়াইয়ের রণক্ষেত্র। যেখানে ফুটবল ভক্তদের আনন্দ দিতে কমতি রাখেনি চেলসি ও ম্যানচেস্টার সিটি। আর এ কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের সেরা লিগ বলে অ্যাখ্যা দিয়েছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো।

রোববার (১২ নভেম্বর) ঘরের মাঠে চেলসি ও ম্যানচেস্টার সিটির ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। সিটির পক্ষে জোড়া গোল করেন বড় তারকা আর্লিং হলান্ড। আর একটি করে গোল করেন ম্যানুয়েল অ্যাকেনজি ও রদ্রি। চেলসির পক্ষে গোল করেন থিয়াগো সিলভা, কোল পালমার, রহিম স্টার্লিং ও নিকোলাস জ্যাকসন।

ম্যাচের পরে চেলসি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমরা একটি দুর্দান্ত সন্ধ্যা উপহার পেলাম। এ কারণেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে সেরা লিগ। সেই লিগের সেরা দল ম্যানচেস্টার সিটি। আর তাদেরকে আমরা ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে দেইনি, এটি আমাদের বড় পাওয়া। দারুণ করেছে চেলসি।’

এ দিকে সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে ঝরেছে ম্যাচের প্রশংসা। দল জয় না পেলেও এমন একটি ম্যাচ দেখে তিনি সন্তুষ্ট। গার্দিওলা বলেন, ‘এটি প্রিমিয়ার লিগের জন্য ভালোই হয়েছে। লিগের ভালো বিজ্ঞাপন হয়ে গেল এই ম্যাচের মধ্য দিয়ে। দুই দলই ভালো খেলেছে। জয় চেয়েছে। আমার প্রত্যাশাও এমনটিই ছিল।’

১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশে চেলসি। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১:২০:০৯   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির জোড়া গোলে বড় জয় মায়ামির
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
বাংলাদেশের জালে ১১ গোল দিলো জাপান
হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ
জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ