মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, সবাই বাংলাদেশি বলে ধারণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, সবাই বাংলাদেশি বলে ধারণা
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



মালয়েশিয়ায় ভবন ধসে নিহত ৩, সবাই বাংলাদেশি বলে ধারণা

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এখনো চারজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সবাই বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৯ নভেম্বর) আলাদা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। এরপর থেকেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে নিখোঁজ শ্রমিকদের সন্ধান করছেন।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, এখন পর্যন্ত ভবনটিতে আটকেপড়া ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে পাওয়া গেছে।

ডেপুটি কমিশনার মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনার সময় প্রায় ১২ মিটার লম্বা এবং প্রায় ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এ ঘটনার পর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। নির্মাণাধীন এ সাইটে কাজের জন্য ১৮ শ্রমিক নিয়োগ করা হয়েছিল।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্য স্ট্রেইট টাইমস জানায়, ওই ভবনে যেসব শ্রমিক কাজ করছিল তারা সবাই বাংলাদেশি। অন্যদিকে, ফ্রি মালয়েশিয়া টুডে বলছে, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন মোহাম্মদ ইউসুফ।

এদিকে, বাংলাদেশ কনস্যুলেটের শাইক ইসমাইল আলাউদ্দীন বলেছেন, তারা এখনও দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় আছেন।

তিনি বলেন,

অফিশিয়ালি কোনো তথ্য জানার আগে আমরা কোনো ধরনের বিবৃতি দিতে পারি না। আমি ঠিকাদারকে হতাহতদের বিবরণ দিতে বলেছি। যদিও আমরা জানি, তারা বাংলাদেশ থেকে এসেছে। তবে কোনো বিবৃতি দেয়ার আগে তাদের পরিচয় শনাক্ত করার জন্য আমাদের নথি দরকার।

বাংলাদেশ সময়: ১১:২০:৪৫   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ