‘বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে’

প্রথম পাতা » খুলনা » ‘বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে’
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩



‘বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে’

বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই, তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (২৯ নভেম্বর) কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী দলের নেতারা কোথায়, কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কি বক্তব্য দিচ্ছে তা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই। ভোটের উৎসব শুরু হয়ে গেছে। যারা এই উৎসব থেকে দূরে আছেন তারা মনের কষ্টে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে যানবাহনে হামলা করছে, গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে। এ সমস্ত কারণে হয়তো কমিশন অস্বস্তি বোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রায় ২৮ থেকে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে—এটা বলা ঠিক নয়।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৬   ১৫৬ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরও গতিশীল করার আহ্বান উপদেষ্টার
খুলনায় কৃষি দপ্তর আয়োজিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীরকে স্মরণ
খুলনা শিপইয়ার্ডে ৩টি ডাইভিং বোট কমিশনিং করেছেন নৌবাহিনী প্রধান
মেহেরপুর সীমান্তে আবারও নারী শিশুসহ ৮ জন পুশ-ইন
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালন
নড়াইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
সুন্দরবনে বনদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ