বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলায় আজ র্যালি, আলোচনা সভা ও পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা দুর্নীতি দমন কমিশনের সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কামাল, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, নারী নেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলার পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:২২ ৮৫ বার পঠিত