হত্যার পর ফিলিস্তিনিদের অঙ্গ-প্রত্যঙ্গও চুরি করছে ইসরাইল!

প্রথম পাতা » আন্তর্জাতিক » হত্যার পর ফিলিস্তিনিদের অঙ্গ-প্রত্যঙ্গও চুরি করছে ইসরাইল!
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



হত্যার পর ফিলিস্তিনিদের অঙ্গ-প্রত্যঙ্গও চুরি করছে ইসরাইল!

ফিলিস্তিনিদের শুধু মেরেই ক্ষান্ত হচ্ছে না ইসরাইল, হত্যার পর লাশের কিডনি, হার্ট, লিভারসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গও চুরির করা হচ্ছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমধ্যম ডেইলি সাবাহ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তেল আবিবের পক্ষ থেকে ৮০ জন পরিচয়হীন ফিলিস্তিনির লাশ হস্তান্তর করা হলেও, তাদের বিভিন্ন অঙ্গ ছিল না বলে অভিযোগ উঠেছে। পরে তাদের সবাইকে গণকবর দেয়া হয়।

গাজার মাটিতে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে ১২ সপ্তাহ ধরে। এরইমধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২‌১ হাজার। কিন্তু তাতেও এতটুকু বদলায়নি দখলদার ইসরাইলি সেনাদের মনোভাব। একদিনে গাজার দক্ষিণাঞ্চলে ১০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তারা। হামলা চালায় খান ইউনিস, বুরেইজ, জুহর আদ-দিক এবং নুসেইরাত শরণার্থী শিবিরে। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলা অব্যাহত রয়েছে অধিকৃত পশ্চিম তীরেও।

মঙ্গলবার কেরেম শালোম বর্ডার ক্রসিং দিয়ে ৮০ জন পরিচয়বিহীন ফিলিস্তিনির লাশ হস্তানন্তর করে ইসরাইলি সেনারা। পরবর্তীতে তাদের গণকবরের জন্য নেয়া হলে কিডনি, চোখসহ মৃতদেহগুলোর নানা ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করা হয়েছে বলে অভিযোগ করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব।

চলমান যুদ্ধে অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে প্রবেশ করেছে ইসরাইলি সেনারাড়- মঙ্গলবার এমনটাই দাবি করে একটি ভিডিও প্রকাশ করে তেল আবিব। এতে দেখা যায়, একের পর এক ট্যাংক এগিয়ে চলছে সামনের দিকে। পাশাপাশি, শুধু গাজা নয় লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন ও ইরান থেকেও ইসরাইলে হামলা হচ্ছে বলে দাবি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর।

তবে এসব হামলার পাল্টা জবাব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আর ইসরাইলি প্রধানমন্ত্রী বলছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘ হবে।

সংকটময় এ পরিস্থিতি সামাল দিতে আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন কাতারের আমির। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে একথা বলেন তিনি। এমনকি অবরুদ্ধ উপত্যকাটির পরিস্থিতি উন্নতি করতেও জোর দেন কাতারের আমির।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৪২   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ১১ জনের
আগামী শুক্রবার পুতিন-জেলেনস্কিকে নিয়ে একসঙ্গে বসতে চান ট্রাম্প: রিপোর্ট
নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ মন্তব্যের প্রতিবাদে ৩১ দেশের বিবৃতি
স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
গাজায় বোমা হামলায় নিহত সাংবাদিক শরীফ তার শেষ বার্তায় কি বলেছিল ?
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে বেছে নিলেন ট্রাম্প
পাকিস্তানের একটি বিমানও ধ্বংস করতে পারেনি ভারত: খাজা আসিফ
গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ