পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী
শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪



পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে। পরিকল্পিত নগরায়ণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম মোকতাদির চৌধুরী গ্রামের বিভিন্ন পথ ঘুরে দেখেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্রামগুলোতে যেন অপরিকল্পিত ঘরবাড়ি না হয় সেটাও দেখতে হবে। কিভাবে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে।
মন্ত্রী বলেন, গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রচুর আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে।
এই সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৫   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়, তারা এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চারদিন পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি
স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় ছিল ২৫ কেজি গাঁজা
বাসচাপায় নানা-নাতনি নিহতের ঘটনায় চালক গ্রেফতার
নজরুলের বিদ্রোহী চেতনা ধারণ করেই বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা কোটা আন্দোলনে জড়িত: আইনমন্ত্রী
ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাটে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৭টি দোকান
ভারী বৃষ্টিতে পাহাড় ধস: কক্সবাজারে শিশুসহ ২ জনের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ