ফতুল্লায় হেরোইন ও গাজাসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ফতুল্লার চানমারী এলাকা থেকে তাদের আটক করা হয় বলে এক বার্তায় জানিয়েছেন জেলা অতিঃ পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।আটককৃতরা হলেন, মোঃ রাসেল মিয়া (৩৫), মোঃ হাবীব মিয়া (৩৩), মোঃ আরমান মিয়া (৪০), মোঃ মানিক মিয়া (২৭), মোঃ সাগর (২২), মোঃ স্বপন মিয়া (২১), মোঃ সিরাজ (৩৫), মোঃ ফারুক (৩৫), মোঃ সিরাজ (২১), মোঃ রবি (২৮), মোঃ সাকিল বেপারী (৩৭) এবং মোঃ নাদিম খাঁন (২৩)।
অভিযানে ১৭২(একশত বাহাত্তুর) পুড়িয়া হেরোইন এবং ১ কেজি গাজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের থেকে মোট ১৭২ পুড়িয়া হেরোইন এবং ১ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২২:৫১:৫৫ ১৫২ বার পঠিত