গাজায় ২৮ হাজার নিহত হয়েছে, নেতানিয়াহু বলছেন যুদ্ধ চালিয়ে যাবেন!

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ২৮ হাজার নিহত হয়েছে, নেতানিয়াহু বলছেন যুদ্ধ চালিয়ে যাবেন!
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪



গাজায় ২৮ হাজার নিহত হয়েছে, নেতানিয়াহু বলছেন যুদ্ধ চালিয়ে যাবেন!

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বুধবার (২০ মার্চ) মার্কিন রিপাবলিকান সিনেটরদের সাথে ভার্চ্যুয়াল কলে নেতানিয়াহু কথা বলেন। সিনেটর জোশ হাওলি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান।

আল জাজিরা বলছে, নেতানিয়াহু গাজায় নিহতের যে পরিসংখ্যানটি জানিয়েছে, তা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় চার হাজার কম। বুধবার (২০ মার্চ) সবশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলের নৃশংস আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন সিনেটর হাওলি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরাইল গাজায় হামলার সময় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন নেতানিয়াহু।

হাওলি বলেন, ‘তিনি (নেতানিয়াহু) এটি সম্পর্কে খুব সচেতন, তিনি বেশ কিছুটা সময় নিয়ে একটি সম্পর্কের কথা বলেছেন।

অন্যদিকে, গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে মার্কিন রিপাবলিকান সিনেটরদের জানান নেতানিয়াহু।

সিনেটর জন বারাসো বলেন, ‘আমরা তাকে যুদ্ধের আপডেটের বিষয়ে জিজ্ঞাসা করেছি এবং তার জবাবে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উত্তর পেয়েছি। আমরা তাকে (নেতানিয়াহু) বলেছি, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। আর তিনি (নেতানিয়াহু ) বলেছেন, তারা ঠিক এটাই করছেন।’

বাংলাদেশ সময়: ১২:০৬:২৮   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ফের ২ বাংলাদেশি নিহত
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন প্রায় সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফিলিপাইনে তীব্র তাপদাহ : ‘এত গরম যে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না’
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক
গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা চালাল হিজবুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ