স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করা হবে : মন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করা হবে : মন্ত্রী
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করা হবে : মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্বাস্থ্য সুরক্ষা’ আইন জাতীয় সংসদে পাস করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ১৭ এপ্রিল দুদিনের সফরে কুমিল্লা যান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী, তেমনি রোগীদেরও মন্ত্রী। তাই স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করতে সংসদে বিল উত্থাপন করা হবে। জীবন চলে গেলে আর ফিরে আসে না। যার যায় সে জানে।

প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্য সেবা প্রসঙ্গে সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা বা অন্যান্য স্বাস্থ্য সেবা উন্নত হলে সারা দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত হলে শহরের ওপর চাপ কমবে। প্রান্তিক এলাকায় জরুরি স্বাস্থ্য সেবাসহ সকল প্রকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী চান্দিনায় একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন। এছাড়া সেখানে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল এবং ৩১ শয্যার বুড়িচং হাসপাতাল পরিদর্শন করেন। শেষে কুমিল্লা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেন মন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটো মিঞা।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪২   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


খাগড়াছড়িতে ১২ ভারতীয় গরু জব্দ
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে
রাঙামাটিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিলেন জুঁই চাকমা
তারেক রহমানকে বরণ করতে ঢাকার পথে চট্টগ্রামের লক্ষাধিক নেতাকর্মী
দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
শিল্পকারখানায় আধুনিক প্রযুক্তি সংযোজনের বিকল্প নেই : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
নির্বাচন না হলে দেশ গৃহ যুদ্ধের দিকে চলে যাবে : এ্যানী
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ১২ আনসার সদস্য আহত
রাঙামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ