কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, সামছুল হক দুদু এমপি, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, ময়েজ উদ্দিন শরীফ এমপি, মোঃ ছানোয়ার হোসেন এমপি, চয়ন ইসলাম এমপি, মোঃ সাদ্দাম হোসেন (পাভেল) এমপি এবং হাছিনা বারী চৌধুরী এমপি অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই এর মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় ও মরহুমের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

তৃতীয় বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপিকে কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আইন শৃঙ্খলা রক্ষায় সকল বাহিনীকে আরো সচেতন ও সতর্ক থেকে কাজ করার সুপারিশ করে।

বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি ও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঈদ যাত্রা নিবির্ঘ্নে হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

কমিটি মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় ও কঠোরহস্তে কিশোর গ্যাং দমন করার সুপারিশ করে। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত
আলোচনা করা হয়।

বৈঠকে জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিবসহ দুই বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৬   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল: ফখরুল
অস্ত্র ও গুলিসহ সোনারগাঁয়ের বিএনপি নেতা ডন বজলু গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১
মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস
আমার সাথে হাংকি-পাংকি করবেন না, আপনার হাফপ্যান্ট খুলে যাবে: নাসীরুদ্দীন
জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে : ড. মঈন খান
ফের ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’, জামায়াত জোটে যুক্ত হলো আরও একটি দল
অভিন্ন ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ : প্রণয় ভার্মা
কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ