সিদ্ধিরগঞ্জে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার
বৃহস্পতিবার, ৯ মে ২০২৪



সিদ্ধিরগঞ্জে দুই অপহরণকারী গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণকারী চক্রের হোতাসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ সময় অপহৃত সুমনকে (২৫) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি করেছেন র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া।

বুধবার (৮ মে) সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সিদ্ধিরগঞ্জের আ. মান্নানের ছেলে অপহরণ চক্রের হোতা মো. তুষার (২৪) এবং একই থানার ময়জাল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২১)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক তদন্ত সূত্রে তারা জানতে পেরেছে মো. সুমন পেশায় একজন পোশাক শ্রমিক। প্রতিদিনের ন্যায় তিনি সকালে ডিউটিতে যান। পরে ডিউটি শেষে রাত ৮ টা ২০ মিনিটে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাস্থ চৌধুরীবাড়ি এলাকার আর কে গ্রুপ এর সামনের পাকা রাস্তায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী তার পথ আটকায়। এরপর গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন তাকে মারধর-ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। পরে তাকে জিম্মি করে তার পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। সে সময় ভুক্তভোগীর মোবাইল ফোন দিয়ে তার বড় ভাই মো. সাদ্দাম হোসেনকে মুক্তিপণের অর্থের বিনিময়ে ভাইকে উদ্ধার করতে বলেন আসামিরা। একপর্যায়ে নিরুপায় হয়ে অপহৃতের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।

আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৮   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত ও মর্মাহত’ মোদি
ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে : প্রধানমন্ত্রীর নির্দেশ
ডাকাতি করতে গিয়ে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪
চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
হৃত্বিককে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী
কিং’কে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের দল
শত্রুতা প্রসঙ্গে ‌‘মুনমুনের উপদেশ’ নিলেন পরীমণি!
প্রিমিয়ার লিগে গোলের নতুন রেকর্ড
পশ্চিমা নিষেধাজ্ঞার পরও নতুন উচ্চতায় রাশিয়া-চীন বাণিজ্য
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ