এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের
বুধবার, ২২ মে ২০২৪



এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেছেন, আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্পেনের পার্লামেন্টে এক বিবৃতিতে তিনি বলেন,

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা চালানোর মধ্য দিয়ে ইসরাইল-ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র নীতির সমাধানকে জটিল করেছেন।

তিনি জানান, আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

পেদ্রো সানচেজ বলেছেন,

ইসরাইলের প্রধানমন্ত্রী এখনো কান বন্ধ করে গাজার হাসপাতাল-স্কুলগুলোতে বোমা হামলা চালাচ্ছে। গাজার বেসামরিক নারী-শিশুদের অত্যাচার করছে। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে।

এ সময় তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও শরণার্থীদের সহায়তা করার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন,

এই স্বীকৃতি ইসরাইলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধেও নয়। আবার এটা হামাসের পক্ষেও নয়। এই স্বীকৃতি কারও বিরুদ্ধে নয়, এটি শান্তি ও সহাবস্থানের পক্ষে।

এর আগে, ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয় নরওয়ে। এছাড়াও আজ বুধবার (২২ মে) আয়ারল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৭   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল
বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত
রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে অব্যাহতি দিল যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ