এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের
বুধবার, ২২ মে ২০২৪



এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত স্পেনের

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেছেন, আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্পেনের পার্লামেন্টে এক বিবৃতিতে তিনি বলেন,

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা চালানোর মধ্য দিয়ে ইসরাইল-ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্র নীতির সমাধানকে জটিল করেছেন।

তিনি জানান, আগামী ২৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

পেদ্রো সানচেজ বলেছেন,

ইসরাইলের প্রধানমন্ত্রী এখনো কান বন্ধ করে গাজার হাসপাতাল-স্কুলগুলোতে বোমা হামলা চালাচ্ছে। গাজার বেসামরিক নারী-শিশুদের অত্যাচার করছে। আমরা এটা হতে দিতে পারি না। আমাদের কিছু দায়িত্ব আছে।

এ সময় তিনি গাজায় মানবিক সহায়তা পাঠানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও শরণার্থীদের সহায়তা করার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন,

এই স্বীকৃতি ইসরাইলের বিরুদ্ধে নয়, ইহুদিদের বিরুদ্ধেও নয়। আবার এটা হামাসের পক্ষেও নয়। এই স্বীকৃতি কারও বিরুদ্ধে নয়, এটি শান্তি ও সহাবস্থানের পক্ষে।

এর আগে, ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয় নরওয়ে। এছাড়াও আজ বুধবার (২২ মে) আয়ারল্যান্ড স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৭   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, শেষ করে দিতে পারে একটি দেশ
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ