আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী
শুক্রবার, ২৪ মে ২০২৪



আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ দুপুরে ঢাকার আশকোনায় হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী।

এসময় মন্ত্রী হজযাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্বে নিয়োজিত প্রতিটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখেন। তিনি খাবার মান ও দাম নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এছাড়া, হোটেলের পরিষ্কার -পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরে হজক্যাম্পের ডরমেটরিতে যান মন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ডরমিটরির সার্বিক পরিবেশ নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এসময় হজযাত্রীগণ হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর মন্ত্রী হজক্যাম্পের ওয়াশরুমগুলো পরিদর্শন করেন।

শেষে মন্ত্রী হজক্যাম্পে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন ও চেক-ইন সিস্টেম ঘুরে দেখেন।

এর আগে মন্ত্রী হজক্যাম্প মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, হজব্রত পালনের ক্ষেত্রে স্রষ্টার ওপর অগাধ আস্থাশীল ও সহনশীল হওয়ার পরামর্শ দেন। তিনি হজযাত্রীদেরকে দেশ ও জাতি কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জরুল হক ও ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৫   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
সড়ক দুর্ঘটনায় সরিষাবাড়ী ও বান্দরবানের দুই তরুণ-তরুণীর মৃত্যু
সাংবাদিকরা কারও রাখাল নয়, তারা সত্যের পাহারাদার: প্রিন্স
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে আমরা শঙ্কিত : মামুনুল হক
শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন আ. লীগ নেতা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে: উপদেষ্টা শারমীন
‘খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়, হত্যার দায় হাসিনাকেই নিতে হবে’
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ভূমিকা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ