এবার এক গোলে হার বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » এবার এক গোলে হার বাংলাদেশের
সোমবার, ৩ জুন ২০২৪



এবার এক গোলে হার বাংলাদেশের

আগের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরে ব্যবধান বুঝেছিল বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচেও হেরেছে স্বাগতিক মেয়েরা, তবে কমেছে হারের ব্যবধান। র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটির কাছে আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-০ গোলে হেরেছে মেয়েরা।

আগের দিনের মতো এ ম্যাচেও ৩-৫-২ ফর্মেশনে আক্রমণাত্মক কৌশলে শুরু করে বাংলাদেশ।
হাতে ব্যথা থাকায় অধিনায়ক সাবিনা খাতুনের জায়গা হয়নি শুরুর একাদশে। এ ছাড়া ছিলেন না মাসুরা পারভীন, সানজিদা আক্তারও। খেলার শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে চাইনিজ তাইপে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।
১৭ মিনিটে সতীর্থের কাট ব্যাক থেকে আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ান কোনাকুনি শটে জাল খুঁজে নেন।

এর পরই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশ। এই অর্ধের বাকি সময়টুকু আধিপত্য দেখিয়েছে স্বাগতিক মেয়েরাই। তাতে তৈরি করে একাধিক সুযোগ।
কিন্তু ফিনিশিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় চাইনিজ তাইপের রক্ষণে আনাগোনা ছিল মনিকা-ঋতুপর্ণাদের। ৬৫ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।

মনিকা চাকমার দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর শামসুন্নাহার সিনিয়রের ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা বাড়ান শামসুন্নাহার জুনিয়র।
একটু পর বদলি হিসেবে নামেন সাবিনা খাতুন। ফলে আক্রমণে আরো ধার বাড়ে বাংলাদেশের। আক্রমণের মাত্রা এতই প্রবল ছিল যে এই বুঝি গোল পেয়ে যাবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ভাগ্য ফেরেনি। তাতে আরেকটি হার সঙ্গী পিটার বাটলারের দলের।

বাংলাদেশ সময়: ২১:২২:১১   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ