আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় কানাডার

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় কানাডার
শনিবার, ৮ জুন ২০২৪



আয়ারল্যান্ডকে চমকে দিয়ে ঐতিহাসিক জয় কানাডার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল কানাডা।
চলতি বিশ^কাপের নবম আসরে ‘এ’ গ্রুপের ম্যাচে গতরাতে কানাডা ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটে হেরেছিলো কানাডা। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছিলো আইরিশরা।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৪ উইকেট হারায় কানাডা। পঞ্চম উইকেটে ৬৩ বলে ৭৫ রানের জুটি গড়ে কানাডাকে লড়াইয়ে ফেরান নিকোলাস কার্টন ও শ্রেয়াস মোভা। দলীয় ১২৮ রানে ১৯তম ওভারে বিচ্ছিন্ন হন তারা।
হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন কার্টন ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪৯ রান করেন । ৩টি চারে ৩৬ বলে ৩৭ রান করেন মোভা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রানে পুঁিজ পায় কানাডা। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ১৯৪ রান করেছিলো কানাডা। আয়ারল্যান্ডের ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে কানাডার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড। সপ্তম উইকেটে ৪১ বলে ৬২ রানের জুটিতে আইরিশদের ম্যাচে টিকিয়ে রাখেন জিওর্জি ডকরেল ও মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন পড়লে, ১ উইকেট হারিয়ে ৪ রানের বেশি নিতে পারেননি আয়ারল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে তারা।
২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩০ রান করেন ডকরেল। ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ৩৪ রানে আউট হন অ্যাডায়ার। কানাডার জেরেমি গর্ডন ও ডিলন হেইলিগার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন কার্টন।
সংক্ষিপ্ত স্কোর :
কানাডা : ১৩৭/৭, ২০ ওভার (কার্টন ৪৯, মোভা ৩৭, ম্যাককার্থি ২/২৪)।
আয়ারল্যান্ড : ১২৫/৭, ২০ ওভার (অ্যাডায়ার ৩৪, ডকরেল ৩০*, গর্ডন ২/১৬)।
ফল : কানাডা ১২ রানে জয়ী।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১১   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ