কাপাসিয়া হবে স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » কাপাসিয়া হবে স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
শনিবার, ৬ জুলাই ২০২৪



কাপাসিয়া হবে স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা।
আজ গাজীপুরে কাপাসিয়া উপজেলায় টোক ইউনিয়ন হেডকোয়াটার-বোড়িবাড়ী রাস্তা ভায়া কেন্দুয়াবু রাস্তা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের অনেকদিনের দাবির পরিপ্রেক্ষিতে আজ রাস্তা উন্নয়নের কাজ শুরু হলো। উপজেলার সকল শ্রেণির মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন কার্য যথাক্রমে সম্পন্ন হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্মার্ট আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলবো।
তিনি বলেন, মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরকে সহযোগিতা করতে হবে, শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রূপরেখা করতে হবে। এসময় প্রতিমন্ত্রী নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মেয়েদের বিবাহ না দেওয়ার জন্য আহ্বান জানান।
উপজেলায় ৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সিংহশ্রী ইউনিয়ন হেডকোয়ার্টার হতে আমরাইদ বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী এরআগে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
কারাবন্দিরা আয় করে পরিবারকে পাঠাতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
বিদ্যুৎকর্মীদের কর্মসূচিতে গাজীপুরে কর্মরতদের সম্পৃক্ততা নেই: আবুল বাসার
গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু
পার্ক থেকে কীভাবে দুর্লভ প্রাণী চুরি হলো খুঁজে বের করতে হবে
‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি
গাজীপুরে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ