চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’

প্রথম পাতা » ছবি গ্যালারী » চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’

সদ্য মুক্তি পাওয়া ‘মির্জাপুর ৩’ সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন ভাল, আবার কেউ বলছেন আগের সিজনের চেয়ে ভাল করতে পারেনি। কিন্তু সব মিলিয়ে সিরিজের তিন নম্বর কিস্তির পর আগ্রহ জন্মায় চতুর্থ কিস্তি দেখার। তাইতো দর্শকদের হতাশ করতে চাননি সিরিজের পরিচালক আনন্দ আইয়ার। শোনা যাচ্ছে, ‘মির্জাপুর ৪’ এর জন্য পুরোপুরি প্রস্তত রয়েছে আনন্দের টিম।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পরিচালক জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে ‘মির্জাপুর ৪’। সিরিজটি নিয়ে কিছু তথ্য ফাঁস করে পরিচালক আনন্দ বলেছেন, ‘আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে আসতে পারে ‘মির্জাপুর ৪’।’

পরিচালক আরও বলেন, ‘মির্জাপুর ৩ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যারা সমালোচনা করছেন, তাদের বলে রাখা ভাল, ‘মির্জাপুর ৩’ আসলে ‘মির্জাপুর ৪’ এর প্রস্তুতি। নতুন সিজন আরও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আর বিশেষ করে নতুন সিজনে বেশি গুরুত্ব দেওয়া হবে মহিলা চরিত্রগুলোকে।’

এর আগে গত ৫ জুলাই মুক্তি পায় ‘মির্জাপুর ৩’ সিরিজ। এতে অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে।

মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নতুন সিজন এবার কতটা বাজিমাৎ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৯:৩১:০১   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তরুণদের নিয়ে জলবায়ু অভিযোজনে কাজ করবে পরিবেশ মন্ত্রণালয় ও ইউনিসেফ
“জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক”- পার্বত্য উপদেষ্টা
জুলাই সনদ ঘোষণা না করা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা: মাহমুদুর রহমান
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় : দুদু
তদন্তের স্বার্থে ১৫ দিন সব ইউনিটের কার্যক্রম বন্ধ
সংস্কারবিহীন নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ