রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাসানের সাথে বৈঠক করেছেন।
কুয়ালালামপুরে উভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ল্যাভরভ লাওস থেকে শনিবার মালয়েশিয়া সফরে আসেন। লাওসে তিনি আসিয়ানের (এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) পররাষ্ট্র মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া তিনি চীন ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এদিকে মোহাম্মদ হাসানের সাথে বৈঠককালে ল্যাভরভ তাকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান এবং দুদেশে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪৩ ৩৮ বার পঠিত