শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



শহীদ মিনারে চিকিৎসকদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে ‘ছাত্র হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চিকিৎসকরা। জাতীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শুক্রবার (২ আগস্ট) সকালের এ সমাবেশে শিক্ষকরা ছাত্রদের গণগ্রেপ্তারের প্রতিবাদ জানান। অনতিবিলম্বে এসব ছাত্রদের নিঃস্বার্থ মুক্তির দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, এটা স্বাধীন দেশ। যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে গুলি করা হচ্ছে। আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, ছেলে মেয়েরা মারা যাচ্ছে।

বক্তারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী রাজাকার শব্দটি উচ্চারণের পাশাপাশি একটি সুন্দর জিনিস আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা নাকি সংবিধান সম্পর্কে অবগত নয়। ছোট স্কুলব্যাগে ১৪-১৫টি বই থাকে, কিন্তু তাতে সংবিধানের কোনো লাইন লেখা নাই। রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে দেশের তরুণ প্রজন্ম যেন সংবিধান না শিখে বড় হয়। যা প্রধানমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন।

তারা আরও বলেন, জনগণকে আমরা বলি রাষ্ট্রের মালিক। কিন্তু আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। মুখে বলি এদেশের মালিক আর অনুভব করি আমরা দাস। আমাদের জীবনের কোনো মূল্য নাই। এ কয়েকদিনে তাই প্রমাণিত হলো।

এ সময় উপস্থিত মেডিকেল শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর গুলি চালানোর প্রতিবাদ করেন। রাস্তায় বিনা কারণে মোবাইল ফোন চেক করার অধিকার নেই প্রশাসনের বলে শ্লোগান দেন তারা।

কোটা

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৭   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বিজয় দিবসে জাতীয় সংগীত পরিবেশনায় বিশৃঙ্খলা,প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলা
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন
বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি
নারায়ণগঞ্জে প্রধান সমস্যা মাদক: পুলিশ সুপার
বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালি
বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ