অলিম্পিক ফুটবলে প্রথম পদক জিতে মরক্কোর ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » অলিম্পিক ফুটবলে প্রথম পদক জিতে মরক্কোর ইতিহাস
শুক্রবার, ৯ আগস্ট ২০২৪



অলিম্পিক ফুটবলে প্রথম পদক জিতে মরক্কোর ইতিহাস

প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে সোনা জয়ের সুযোগ হাতছাড়া হয় মরক্কো অলিম্পিক দলের। তবে ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল তাদের সামনে। গতকাল সেই পদক জিতেই ইতিহাস গড়েছেন আশরাফ হাকিমি-সুফিয়ান রাহিমিরা।

অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো ফুটবলে কোনো পদক জিতেছে মরক্কো।
ব্রোঞ্জ জয়ের পথে মিশরকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মরক্কো। প্রতিপক্ষকে উড়িয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সুফিয়ান। পুরো অলিম্পিকে মরক্কোর হয়ে এই কাজটাই তিনি করে আসছেন। সব মিলিয়ে ৮ গোলে প্যারিস অলিম্পিকের সর্বোচ্চ গোলদাতা মিশরের বিপক্ষেও জোড়া গোল করেছেন।

সুফিয়ানের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন আবদে এজ্জালজৌলি, বিলাল এল খান্নুউস, আকরাম নাকাচ ও দলের অধিনায়ক হাকিমি। ম্যাচের শুরু থেকেই মোহাম্মদ সালাহর দেশের জুনিয়রদের উপর ছড়ি ঘুড়াতে থাকেন হাকিমি-সুফিয়ানরা। ২৩ মিনিটে গোল উৎসব শুরু করেন এজ্জালজৌলি। লেফট উইঙ্গারের গোলের রেশ শেষ হতে না হতেই ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার সুফিয়ান।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ম্যাচের বিপরীতে উল্টো আরো ৪ গোল হজম করে মিশর। খান্নুউসের ৫১ মিনিটের বিপরীতে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন সুফিয়ান। ৭৩ মিনিটে ব্যবধান ৫-০ করেন নাকাচ। আর ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে মিশরের জালে শেষ পেরেক দেন হাকিমি।

প্যারিস অলিম্পিকের ফুটবলে তৃতীয় পদক মরক্কোর নিশ্চিত হলেও সোনা ও রুপা কাদের কপালে জুটবে তা আজ জানা যাবে। রাত ১০ টায় সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

বাংলাদেশ সময়: ২০:২১:৩৮   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ