হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ করলো কর্তৃপক্ষ

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ করলো কর্তৃপক্ষ
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪



হাতিমে কাবায় নামাজ আদায়ের সময় নির্ধারণ করলো কর্তৃপক্ষ

মক্কার পবিত্র কাবা শরিফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত তথা কাঁধ সমান উঁচু অর্ধ চাঁদের ন্যায় গোলাকার স্থানকে হাতিমে কাবা বা হিজরে ইসমাইল বলা হয়। এটিও কাবার মূল অংশ। এ পবিত্রতম স্থানে নামাজ আদায়ের সময় বেধে দিয়েছে সৌদি সরকার।

হারামাইন শরিফাইনের সংবাদাতা ইনসাইড দ্যা হারাইমাইনের মতে হাতিমে কাবায় তাওয়াফ কারিরা ৯০ সেন্টিমিটার উচ্চতা ও ১.৫ মিটার পুরো দেয়াল বেষ্টিত স্থানসহ (হাতিমে কাবা বা হিজরে ইসমাইল) তাওয়াফ করে থাকে। হাতিমে এখানে নামাজ আদায়ের রয়েছে বিশেষ ফজিলত। তাই নারী-পুরুষ সবাই সেখানে দু’রাকাত নামাজ আদায়ের জন্য ভিড় করেন।

এটিও কাবার মূল অংশ। এখানে নামাজ পড়া এবং দোয়া করা, কাবা ঘরের দোয়া করার সমান। আর এ কারণেই তাওয়াফের সময় হাতিমে কাবাকেও তাওয়াফ করতে হয়। এ স্থানের দোয়া আল্লাহ সব সময় কবুল করে নেন।

হাতিম মূলত মূল কাবাঘরেরই অংশ। হজরত ইব্রাহিম (আ.) যখন কাবা নির্মাণ করেন, তখন হাতিম সহকারে কাবার সম্পূর্ণ ভেতের উপরে কাবাকে নির্মাণ করেন। সুতরাং, তাওয়াফের সময় হাতিমের এই অংশ সহকারে তাওয়াফ করতে হয়।

পুরুষদের নামাজের সময়

পুরুষরা সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত হাতিমে কাবায় নামাজ আদায় করতে পারবেন। এ সময় কোনো নারী হাতিমে কাবায় ঢুকতে পারবেন না। শৃঙ্খলা বজায় রাখতে এমন ঘোষণা দিয়েছে হারামাইন শরিফাইনের প্রেসিডেন্সি।

নারীদের নামাজের সময়

রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নারীরা হাতিমে কাবায় নামাজ আদায় করতে পারবেন। সেসময় কোনো পুরুষ হাতিমে কাবায় ঢুকতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১২:০১:৫৪   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পদ্মা সেতুর দুই প্রান্তে বিশেষ গ্রাফিতি অঙ্কন
বাংলাদেশি গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন
আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
চিকিৎসা সেবার আধুনিকায়নে রোবোটিক প্রযুক্তি ব্যবহারে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ
নির্বাচন বানচালে দেশে ‘অনেক গন্ডগোল’ হতে পারে: মেজর হাফিজ
হাসিনার দোসর অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ফারুক
চট্রগ্রামের শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা
সীমান্তে ২১ সোনার বারসহ আটক ১
জুলাইয়ে রেমিট্যান্সে শীর্ষে ঢাকা বিভাগ, তলানিতে রংপুর
বাস কন্ডাক্টরের ছেলে আজ রজনীকান্তকে পরিচালনা করছেন!

News 2 Narayanganj News Archive

আর্কাইভ