
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে আইন শৃঙ্খলার অবনতি নয় বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, হাদির ওপর হামলায় দেশের মানুষ যেখানে সমব্যথী, সেখানে সিইসির মন্তব্য নিন্দনীয়। সিইসিকে তার বক্তব্য ও অবস্থান নিয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। একজন বিপ্লবী আহত হলে সরকার সর্তকভাবে পদক্ষেপ নেবে— এমন সরকার আমরা চাই। অভ্যুত্থানের মাধ্যমে যে ঐক্য গঠিত হয়েছে, তা ধরে রেখে দেশের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনায় এসব কথা বলেছেন শফিকুর রহমান। তার কর্মসূচিতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। প্রেস ক্লাব মিলনায়তনে প্রবেশের পথে মেটাল ডিটেক্টর হাতে দুইজন ছিলেন। সভা শেষে জামায়াত আমির বাইরে আসার পর তাকে ঘিরে ছিলেন দলীয় নিরাপত্তা কর্মীরা।
জামায়াত আমির একাত্তরকে সম্মান করার আহ্বান জানিয়ে সভায় বলেন, বীরদের শ্রদ্ধা করতে হবে। বীর মুক্তিযোদ্ধারা আমাদেরকে ভিনদেশীদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। আর চব্বিশ না হলে আমরা যারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি নির্বাচন শব্দও মুখে উচ্চারণ করার সাহস দেখাতে পারতাম না। সিইসি চেয়ার পেতেন না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জেলে বা আয়নাঘরে থাকতেন।
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের- এ ঘোষণা দিয়ে শফিকুর রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, হাদির মতো দুই একজনকে সরিয়ে দিয়ে তরুণদের দমাতে পারবা না। ফ্যাসিবাদের সঙ্গে অনেকেই আপস করলেও জামায়াতের আপসের ইতিহাস নেই। আপসের প্রস্তাব, চাপে মাথা নত না করে আমাদের নেতারা ফাঁসি বরণ করেছেন।
শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নির্বাচনে জয়ী হলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তারা বলেছেন আমাদের (জামায়াত) বাদ দেবেন। আমরা বলছি তাদেরকেও (বিএনপি) সরকারে স্বাগত জানাব’।
জামায়াত আমির বলেন, জাতীয় সরকারে যোগ দিতে তিন শর্ত থাকবে। এগুলো হলো, দুর্নীতি করা যাবে না এবং কাউকে দুর্নীতির করার সুযোগ দেওয়া যাবে না। বিচার বিভাগে হস্তক্ষেপ করা যাবে না। সংস্কারের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বাংলাদেশ সময়: ২৩:০৪:২৮ ১২ বার পঠিত