যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় হামলা চালাল ইউক্রেন

সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ার পর এবার রাজধানী মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। অবশ্য সেগুলো ভূপাতিত করার দাবিও করেছে দেশটি।

বুধবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার দাবি, অন্তত ১১টি ডোন হামলা হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর মস্কোতে এটিই সবচেয়ে বড় হামলা।

এতদিন মূলত পূর্ব ইউক্রেনের মাঠ, বন এবং গ্রাম জুড়ে যুদ্ধ চলছিল। তবে গত ৬ আগস্ট ইউক্রেনের হাজার হাজার সেনা রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ঢুকে পড়লে তা ছড়িয়ে পড়ে বড় এলাকাজুড়ে।

প্রতিবেদন বলছে, বেশকিছু দিন ধরে রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালাচ্ছে ইউক্রেন। ২০২২ সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর এটি রাশিয়ায় কিয়েভের সবচেয়ে বড় অভিযান। এরই মধ্যে কুরস্ক অঞ্চলের কয়েকটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কুরস্কে সামরিক অভিযানের লক্ষ্য হলো, রাশিয়ার হামলা থামিয়ে একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করা।

তিনি বলেন, ‘অভিযানটি আমাদের প্রত্যাশিত পথেই এগোচ্ছে। এখন আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি। আমাদের উপস্থিতির ভিত্তি আরও মজবুত হচ্ছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা রাশিয়ার ভূখণ্ডে মোট ৪৫টি ড্রোন ধ্বংস করেছে। যার মধ্যে ১১টি মস্কো অঞ্চলে, ২৩টি ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে, ছয়টি বেলগোরড অঞ্চলে, তিনটি কালুগা অঞ্চলে এবং দুটি কুরস্ক অঞ্চলে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, পোডলস্ক শহরের ওপর দিয়ে কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মস্কো অঞ্চলের শহরটি ক্রেমলিন থেকে প্রায় ২৪ মাইল দক্ষিণে অবস্থিত।

বুধবার ভোররাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি বলেন, ড্রোন ব্যবহার করে মস্কোতে হামলার এটাই সবচেয়ে বড় প্রচেষ্টার একটি।

নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সাথে কথা বলা রাশিয়ার দুই নাগরিক বলেছেন, বানচাল করা ড্রোন হামলার ঘটনায় বোঝা যায়, মস্কো এখন কতটা সুরক্ষিত! ইউক্রেন কুরস্ক এবং মস্কো উভয় জায়গায় রাশিয়াকে আক্রমণ করে আগুন নিয়ে খেলছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৪   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি
বিদেশি স্বামী গ্রহণকারী মায়েদের সন্তানের নাগরিকত্ব দেবে মালয়েশিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে উল্লাস ইসরাইলি মন্ত্রীর
গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ