রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



রাষ্ট্রপতির কাছে মালদ্বীপের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের সপ্তম হাইকমিশনার শিউনীন রশীদ। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে পৌঁছান শিউনীন রশীদ। এ সময় তাকে গার্ড অব অনার দেয় বাংলাদেশ রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। এরপর বঙ্গভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শিউনীন রাশেদ তার পরিচয়পত্র উপস্থাপন করেন রাষ্ট্রপতির কাছে।

পরিচয়পত্র গ্রহণ করে বাংলাদেশে মালদ্বীপের নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যের পরিধিও বাড়বে বলে আশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

এছাড়া রাষ্ট্রপতি মালদ্বীপের শ্রমবাজারে অনেক বাংলাদেশি নিয়োগের জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। সেইসাথে মালদ্বীপের শিক্ষার্থীদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশকে বেছে নেয়ার জন্যও সন্তোষ প্রকাশ করেন তিনি।

এর জবাবে মালদ্বীপের হাইকমিশনার শিউনীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনার জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালদ্বীপ প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু-এর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান।

এ সময় শিউনীন বলেন, মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বাংলাদেশে থাকাকালীন তিনি সম্পর্ক জোরদার করার চেষ্টা করবেন।

এছাড়াও মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে হাইকমিশনার ঢাকায় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর স্থাপিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৬   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মে দিবসে শ্রমিকদের দুগ্রুপের মারামারি আহত-৪
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ