মানুষের সঙ্গে পুলিশের আচরণ বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের সঙ্গে পুলিশের আচরণ বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



মানুষের সঙ্গে পুলিশের আচরণ বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার

মানুষের সঙ্গে পুলিশের আচরণ বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের উচ্চতা তুলে ধরতে হবে। দায়িত্ব পালনে কোনো অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই।’

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট উল্লেখ করে মাইনুল হাসান বলেন, ‘যেসব এলাকায় বিদেশি দূতাবাস রয়েছে এবং কূটনৈতিকরা বসবাস করেন, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করা এবং কূটনীতিকদের নিরাপত্তা দেয়া আপনাদের দায়িত্ব ও কর্তব্য। কূটনীতিকদের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। এমন কোনো অপেশাদারমূলক আচরণ করা যাবে না যাতে দেশে ও বিদেশে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

বিরাজমান পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেক সদস্য মনোবল বৃদ্ধির মাধ্যমে পেশাদারত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার।

পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃংখল বাহিনী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব পর্যায়ের সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশের ওপর জনগণের পূর্ণ আস্থা প্রতিষ্ঠিত করতে হবে। দুঃসময়ে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে, যাতে তারা মনে করে পুলিশ তাদের বন্ধু।’

এছাড়া তিনি ব্যারাকে পরিস্কার পরিচ্ছন্নতা, ফোর্সের খাবারের মান উন্নয়ন ও নিয়মিত খেলাধুলা আয়োজনের মাধ্যমে ফোর্সের যাবতীয় কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩১   ১৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের
প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দল দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫
আমলাপাড়ায় মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি ভালোভাবে চলবে : গভর্নর
জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে এলাকাভিত্তিক তরুণ প্রতিনিধিদলের আত্মপ্রকাশ
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রাখার আহ্বান তারেক রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ