লেবাননে স্থল অভিযানে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থন

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে স্থল অভিযানে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থন
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



লেবাননে স্থল অভিযানে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সমর্থন

অব্যাহত বিমান হামলার মধ্যেই লেবাননে এবার স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরাইল। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের এই ‘সীমিত’ স্থল অভিযানে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার (১ অক্টোবর) দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সেনারা। এরপরই এই অভিযানে ইসরাইলকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম উইওন নিউজ বলেছে, মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের সঙ্গে কথা বলেছেন এবং চলমান ইস্যুতে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন।

এক্সে দেয়া এক পোস্টে লয়েড অস্টিন লেখেন,

আমি স্পষ্ট করে দিয়েছি যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। লেবাননের হিজবুল্লাহ যাতে ইসরাইলের উত্তরাঞ্চলের সম্প্রদায়ের ওপর গত ৭ অক্টোবরের মতো হামলা চালাতে না পারে তা নিশ্চিত করার জন্য সীমান্তে হামলার অবকাঠামো ভেঙে ফেলার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি।

অস্টিন ইরানকে সতর্ক করে লিখেছেন,

স্থল অভিযানের সময় যদি তারা ইসরাইলের ওপর সামরিক হামলা চালানোর চেষ্টা করে, তাহলে পরিণতি হবে গুরুতর।

তিনি আরও লেখেন, ‘ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকির মুখে মার্কিন কর্মী, অংশীদার এবং মিত্রদের রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে এবং যেকোনো উত্তেজনা ও সংঘর্ষের বৃদ্ধি যাতে না হয়, তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’

পেন্টাগন এর আগে বলেছিল, তারা অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫৯   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ