বিজিবি মহাপরিচালকের শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবি মহাপরিচালকের শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শন
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



বিজিবি মহাপরিচালকের শ্রী শ্রী রমনা কালীমন্দির পরিদর্শন

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শনিবার (১২ অক্টোবর) বিকেলে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগে অবস্থিত শ্রী শ্রী রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং রমনা কালীমন্দিরের সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি অপর্ণা রায় ঘোষ ও সদস্যসচিব বিশ্বজিৎ ভদ্রসহ অন্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ও ঢাকা সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিহীন নতুন দেশ গড়ার প্রত্যয় আমরা যে ব্রত নিয়েছি, সনাতন ধর্মাবলম্বীরাও সেই ব্রত নিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা অত্যন্ত স্বাড়ম্বরপূর্ণ পরিবেশে পালন করছেন।
বর্তমান অন্তবর্তী সরকারের নির্দেশে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সনাতন ধর্মাবলম্বী সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সারা দেশে সব জায়গায় বিভিন্ন পূজামণ্ডপে প্রহরা দিচ্ছে। আগামী আর একটা দিন বাকি আছে, বাকি সময়টুকুতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে।’

পরে রমনা কালীমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী প্রায় ২ হাজার পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে যাচ্ছে।
বিজিবির এ ধরনের কর্মকাণ্ড সকলের কাছে অত্যন্ত প্রশংসিত হচ্ছে। দুর্গাপূজাকে ঘিরে সারা দেশব্যাপী বিজিবির এই কার্যক্রমে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করছে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।’

উল্লেখ্য, সারা দেশে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে প্রায় ২ হাজার পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সর্বমোট ৩১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে সে জন্য পূজামণ্ডপের আশপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইস ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত ২ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এ ছাড়া রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধানে ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৪   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক
মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম
স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে
আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশি-বিদেশি ষড়যন্ত্রে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ