উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়

প্রথম পাতা » আন্তর্জাতিক » উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা রাশিয়ায়

রাশিয়ায় আনুমানিক ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব সেনাদের প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হবে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই দাবি করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন, রাশিয়ার উত্তরাঞ্চলে ১০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিন হাজার সেনাকে সীমান্তে কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এরইমধ্যে সেনাদের একটি অংশ ইউক্রেনের কাছাকাছি চলে গেছে। আমরা উদ্বিগ্ন যে এসব সেনাদের রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করবে।

রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে ন্যাটোও। জোটের প্রধান মার্ক রুট সোমবার দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান। তিনি এই বিষয়টিকে যুদ্ধের বিপজ্জনক বিস্তার হিসেবে উল্লেখ করেছেন।

মার্ক রুট বলেন,

ন্যাটো রাশিয়া ও উত্তর কোরিয়াকে এই কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা ইন্দো প্যাসিফিক এবং ইউরো আটলান্টিক নিরাপত্তার জন্য হুমকি। এটি কোরীয় উপদ্বীপে শান্তি ব্যাহত করছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে উস্কে দিচ্ছে।

এদিকে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। এছাড়া, দোনেৎস্কের আরও একটি বসতি নিজেদের দখলে নিয়েছে মস্কো।

অন্যদিকে, পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি ইথানল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে মুহূর্তেই আগুন ধরে যায় সেখানে। আহত হন একজন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৭   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ
বাংলাদেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা জানাল চীন
অস্ট্রেলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩
ভারতে হিন্দু -মুসলিম প্রেমিক প্রেমিকাকে কুপিয়ে হত্যা
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি
মার্কিন-সমর্থিত গাজা ঘাঁটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ
পিছনে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করে: জাতিসংঘ
ট্রাম্পেরও ‘অনেক কিছু হারানোর আছে’ : ফরাসি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ