সরিষাবাড়ীতে চাঁদা তুলতে গিয়ে তিন সমন্বয়ক আটক পুলিশের হাতে সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে চাঁদা তুলতে গিয়ে তিন সমন্বয়ক আটক পুলিশের হাতে সোপর্দ
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে চাঁদা তুলতে গিয়ে তিন সমন্বয়ক আটক পুলিশের হাতে সোপর্দ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ক্যান্সার রোগীর নাম ভাঙ্গিয়ে চাঁদা তুলতে গিয়ে তিন সমন্বয়ক পরিচয়ধারী জনতার হাতে আটক হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকালে পৌরসভার মুল বাড়ী রেলগেইট এলাকায় এঘটনা ঘটে। পরে আটককৃত সমন্বয়কদের পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

আটকৃতরা হলেন, ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের ওয়াদুদ এর মেয়ে ও সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৈশাখী আক্তার,পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে ও সরবান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাদ হাসান ও একই ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকার সুরুজ আলীর ছেলে ও আলহাজ্ব মেমোরিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ।

আটককৃত বৈশাখী বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকুল মিয়ার নির্দেশে একজন ক্যান্সার রোগীকে বাঁচানোর নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করি। উত্তোলনকৃত প্রতিদিনের টাকা রাতে সমন্বয়ক আকুল মিয়ার কাছে জমা দেই। তিনি এই টাকা দিয়ে কি করেন,আমরা জানিনা। এছাড়াও রিফাত ও সিফাত বলেন, আমরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে টাকা উত্তোলন করি। আজ স্থানীয় কিছু শিক্ষার্থীরা আমাদেরকে আটক করে।

এদিকে অভিযুক্ত আকুল মিয়া বলেন, আমি কোন ক্যান্সার রোগীর নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন করতে বলিনি। তারা সমন্বয়ক নয় বলে তিনি দাবি করেন।

এদিকে স্থানীয় শিক্ষার্থী রাতুল,তানভীর সহ অনেকেই বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে বর্তমানে বিভিন্ন জায়গা হতে চাঁদাবাজি করছে। তারা কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল না। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল। তারা বর্তমানে সরিষাবাড়িতে নেই। তারা সকলেই নিজ নিজ কলেজে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন।

শিক্ষার্থীর আরো বলেন, যারা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গা হতে চাঁদাবাজি করছে। তাদের পরিচয়ের বিষয়ে প্রশাসনিকভাবে খতিয়ে দেখায় দরকার তারা আদৌ সমন্বয়ক কিনা। ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ নিয়ে বলেন, তিনজন সমন্বয়ক ক্যান্সার রোগীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার সময় জনতা আটক হয়েছে শুনে ঘটনাস্থলে আসি। এসে ঘটনা সত্যতা পাই। পরের তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১:২০:৩১   ৬৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ