কিছুদিন আগেই ইনজুরি কাটিয়ে আল হিলালের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। কথা ছিল নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতেও ফিরবেন তিনি। কিন্তু পর্যাপ্ত ম্যাচে তাকে পরখ করার সুযোগ পাননি সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র। যে কারণে নভেম্বরে জাতীয় দলের জার্সিতে ফেরা হলো না নেইমারের। দলে চমক আছে আরও।
নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে জায়গা হয়নি আল হিলাল তারকা নেইমার ও রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দরিকের।
গত ২১ অক্টোবর দীর্ঘ এক বছর পর ফুটবল মাঠে প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। আল হিলালের জার্সিতে সেই ম্যাচে খেলেছেন মিনিট বিশেক। দল ঘোষণার আগে ক্লাবের জার্সিতে আর কোনো ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। এতো কম সময়ে মাঠে খেলা দেখে নেইমারকে দলে নেয়ার ঝুঁকি নেননি ব্রাজিলের কোচ দরিভাল।
এ বিষয়ে শুক্রবার (১ নভেম্বর) দরিভাল বলেন, ‘আমরা তাকে ফেরাতে তাড়াহুড়া না করার সিদ্ধান্ত নিয়েছি। সে বাস্তবিকই পুরোপুরি সেরে উঠেছে, কিন্তু মাত্র কয়েক মিনিট খেলেছে, যা সিদ্ধান্ত নেয়ার জন্য বেশিই ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
গত বছর ১৭ অক্টোবর সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েন নেইমার। এরপর এক বছরের বেশি মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।
জাতীয় দলে ফিরতে নেইমারকে এখন ২০২৫ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরতে দেখা যেতে পারে তাকে।
অন্যদিকে এন্দরিক রিয়ালের জার্সিতে এই মৌসুমে মাত্র ১০৭ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। শেষ চার ম্যাচে তো এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ হয়নি তার। যে কারণে বাদ পড়েছেন জাতীয় দল থেকে।
গলার চোটে অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করা ভিনিসিউস জুনিয়র এই দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন। ২৩ জনের দলে আরও জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী উঠতি তারকা এস্তেভাও। চলতি ব্রাজিলিয়ান সিরি আ’য় ফ্লামেঙ্গোর পেদ্রো গুইলের্মের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা উইঙ্গার স্যাভিও-ও।
আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর বাংলাদেশ সময় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।
ব্রাজিলের স্কোয়াড: বেন্তো, এডারসন, ওয়েভারটন; দানিলো, ভেন্ডারসন, আবনের, গুইলের্মে আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনিয়োস, মুরিলো; আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকুয়েতা ও রফিনিয়া; এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রদ্রিগো, স্যাভিনিয়ো ও ভিনিসিউস জুনিয়র।
বাংলাদেশ সময়: ১১:২০:২১ ৪৪ বার পঠিত