ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের

প্রথম পাতা » খেলাধুলা » ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
বুধবার, ২০ নভেম্বর ২০২৪



ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের

বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারল না ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। এর আগের ম্যাচেও ভেনেজুয়েলার বিপক্ষে একই ব্যবধানে ড্র করেছিলো দরিভালের দল।

সালভাদরের এরিনা ফন্টে নোভা স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। ব্রাজিল প্রথমার্ধে সাতটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। অপরদিকে পুরো ম্যাচেই নিজেদের রক্ষণভাগে মনোযোগ দিয়েছে বিয়েলসার উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে উরুগুয়ে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে ভালভার্দের বাঁকান শট নাগালে পাননি ব্রাজিলের গোলরক্ষক এডারসন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ৬২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল।

উরুগুয়ের ডি-বক্সে জটলা লাগলে বল ভালোভাবে ক্লিয়ার করতে পারে না ডিফেন্ডাররা। ডি-বক্সের বাইরে থেকে নেয়া গারসনের শট জাল খুঁজে নেয়। দারুণ এই গোলে সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ব্রাজিল। তবে উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারছিল না ভিনিসিউস-ইঘোররা।

শেষ দিকে দারুণ জমে ওঠা লড়াইয়ে গোল করার চেষ্টা করেছে দুই দলই। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ব্রাজিল ও উরুগুয়েকে।

১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৮   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ