মাজরাউই’র সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » মাজরাউই’র সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ইউনাইটেড
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



মাজরাউই’র সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ইউনাইটেড

প্রিমিয়ার লিগে গত রোববার (১ ডিসেম্বর) এভারটনের বিপক্ষে ম্যাচে সমকামীদের প্রতি সমর্থন দিয়ে বিশেষ জ্যাকেট পরার কথা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে দলটির মরোক্কান ফুলব্যাক নুসাইর মাজরাউই ধর্ম বিশ্বাসের সঙ্গে যায় না এমন কিছু পরতে রাজি হননি। যার কারণে সে পরিকল্পনা বাদ দিয়েছে ইউনাইটেড।

এভারটনের বিপক্ষে এমন সিদ্ধান্তের পেছনে ইউনাইটেডের কারণ ছিল শুধু মাজরাউই না পরলে, তখন তাকে লক্ষ্য বানানো হতো। এদিকে দ্য অ্যাথলেটিকের দাবি, এমন ঘটনায় ড্রেসিংরুমের কেউ কেউ নাকি অখুশি। কিট নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসও নাকি হতাশ হয়েছে।

এই সপ্তাহে সমকামীদের প্রতি সমর্থন জানাতে ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সমকামীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। ইউনাইটেড এর আগেও এমন ইস্যুতে বিশেষ জার্সি পরেছে। কিন্তু এবার আর তারা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেনি।

এদিকে এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে ইউনাইটেডের সমকামী সমর্থকদের গ্রুপ রেইনবো ডেভিলস। তারা জানিয়েছে, ‘একজন খেলোয়াড়ের নিজস্ব মত থাকবে, এটাকে আমরা সম্মান করি। তবে এটাও হতাশাজনক যে তিনি দলের অন্যদের এমন অবস্থায় ফেলেছেন যে তাদের মনে হয়েছে এই জ্যাকেট পরা যাবে না। এছাড়া ক্লাবের কোনো খেলোয়াড় যদি নিজের যৌনতা নিয়ে সমস্যা ভোগেন, তার ওপর কোনো কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা, এটা নিয়েও চিন্তিত।’

গত কিছুদিনে রেইনবো লেইস ক্যাম্পেইন আলোচনার জন্ম দিচ্ছে। ইপসউইচ টাউন ক্লাবের অধিনায়ক মিশরীয় খেলোয়াড় স্যাম মরসি নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে রেইনবো আর্মব্যান্ড পরবেন না বলে সাফ জানিয়ে দনে। তার ক্লাব তার পক্ষে অবস্থান নিয়েছে। আর ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গুয়েহি তার রেইনবো আর্মব্যান্ডের ওপর ‘যিশু আপনাকে ভালোবাসে’ লেখায় তাকে শুনানিতে ডেকেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩৩   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ