একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক: ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪



একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক: ধর্ম উপদেষ্টা

আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেশের নির্বাচন ব্যবস্থা, গুম, অর্থনৈতিক সংকট ও তাবলিগ-জামায়াতের দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবসের এ আলোচনায় তিনি বলেন, ‘একটি স্বাধীন রাষ্ট্রে গুম ও আয়নাঘরের অস্তিত্ব লজ্জাজনক। এভাবে বছরের পর বছর ধরে বিরোধীদলকে বিভৎসভাবে প্রতিহত করা হয়েছে।’

বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানে ড. খালিদ হোসেন স্বাধীন বাংলাদেশের বর্তমান অবস্থা ও অতীতের তুলনা টেনে বলেন, ‘১৯৫৪ থেকে ১৯৭০ পর্যন্ত ইয়াহিয়া বা আইয়ুব খানের আমলে কোনো নির্বাচনে কারচুপি হয়নি। কিন্তু গত ১৫ বছরের নির্বাচনগুলো ছিল স্পষ্টত প্রহসন।’

তিনি ক্ষমতাসীনদের প্রতি কঠোর সমালোচনা করে উল্লেখ করেন, ‘আগের সরকারের আমলে অনিয়ম হয়েছিল, কিন্তু বর্তমানে যারা চেয়ারে বসে আছেন, তারা বেশিদিন থাকতে পারবেন না। দেশকে দেউলিয়া করার প্রয়াস যারা চালাচ্ছে, কোটি কোটি টাকা যারা লুট করছে এবং বাজারে সিণ্ডিকেট তৈরি করছে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না।’

তাবলিগ-জামায়াতের দুই গ্রুপের চলমান সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘এই সমস্যার সমাধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। ধর্ম মন্ত্রণালয়ের নয়। ইতোমধ্যে কয়েকটি মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনা করেছে। প্রয়োজনে আরও আলোচনা করা হবে।’

আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক দিকনির্দেশনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, ইফার দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক মোঃ তৌহিদুল আনোয়ার প্রমূখ বক্তব্য প্রদান করেন। এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, উপপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ-জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৬   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজড করছে সরকার : বিডা চেয়ারম্যান
জামালপুরে ৩১ দফা দাবিতে যুবদলের লিফলেট বিতরণ।
‘গত ১৬ বছর ওসমান দালালরা ভোট ‘হাইজ্যাক’ করে গণতন্ত্রকে হত্যা করেছে’
‘বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র’
‘ই-বেইলবন্ড’ চালুর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আসবে - আসিফ নজরুল
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ