
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় গণ-অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আওয়ামী সরকারের দোসররা বর্তমানে দেশে নানা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশ পুত্তলিকা নিয়ে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাবির টিএসসি এলাকায় গণ-অভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার মুছে ফেলার প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।
পরে সার্ক ফোয়ারার চত্বরে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করেন তারা। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় জনতা।
আয়োজকরা জানান, বিগত ১৫ বছরের সব অপকর্মের জন্য বিচারের সম্মুখীন করতে হবে শেখ হাসিনাকে।
ঢাবি শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা এবং তার দোসরদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঢাবি প্রশাসনের সহায়তায় এনএসআইয়ের কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন যে এটা যেন মুছে ফেলা হয়। এটা নাকি দেখতে দৃষ্টিকটু হয়। এর প্রতিক্রিয়া হিসেবে আমরা শিক্ষার্থীরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে হাসিনার ওই ছবিটাই আমরা সেখানে চাই।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া সবাই পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচার দাবি করেন।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:২৬ ১১০ বার পঠিত