কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনার সঙ্গে শিরোপার লড়াই জমিয়ে তুললো ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনার সঙ্গে শিরোপার লড়াই জমিয়ে তুললো ব্রাজিল
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনার সঙ্গে শিরোপার লড়াই জমিয়ে তুললো ব্রাজিল

গ্রুপ পর্বে হারের প্রতিশোধ ফাইনাল পর্বে এসে নিলো ব্রাজিল। যদিও জয় পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাদের। তবে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার সঙ্গে তারা জমিয়ে তুলেছে শিরোপার লড়াই।

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শনিবার (৮ ফেব্রুয়ারি) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এর আগে ফাইনাল পর্বের প্রথম ম্যাচে উরুগুয়েকেও ১-০ ব্যবধানে হারিয়েছিল নেইমারের উত্তরসূরীরা। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়েছে তারা।

এদিন জয় পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে ব্রাজিলকে। গ্রুপ পর্বে একই দলের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। সে ম্যাচে হেরে খুব একটা সমস্যায় না পড়লেও শিরোপা জিততে হলে ফাইনাল পর্বে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই এদিন কলম্বিয়াকে পয়েন্ট কেড়ে নিতে দেয়নি নেইমারের উত্তরসূরীরা।

ম্যাচের সময় মাত্র ষষ্ঠ মিনিটে পা রেখেছে। তখনই কর্নার পেল ব্রাজিল। ডান কর্নার থেকে দারুণ এক ক্রস নিলেন পেদ্রো। যেটা সরাসরি চলে গেছে বক্সে অবস্থান করা সতীর্থ ইয়াগো সিলভার কাছে। তিনিও হতাশ করেননি। খানিকটা লাফিয়ে নিঁখুত হেডে দুরূহ কোণ দিয়ে খুঁজে নেন জাল। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি কলম্বিয়ার গোলরক্ষক।

এরপরও ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে তারা কাজে লাগাতে পারেননি। বরং বেশিরভাগ সময় কেটেছে তাদের সংগ্রামে। পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখে কলম্বিয়া যে কয়টা সুযোগ তৈরি করেছিল, সেটা অবশ্য নিঁখুত হাতে দমন করেছেন ব্রাজিল গোলরক্ষক। শেষদিকে তো ১০ জনের দলে পরিণত হয়ে বিপাকেও পড়েছিল সেলেসাওরা। জোড়া হলুদ কার্ড দেখে ৮৭তম মিনিটে মাঠ ছাড়েন তাদের ডিফেন্ডার ইগোর সেরোতে। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি কলম্বিয়া। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দিনের আরেক ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা।

গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশ সময়: ১৪:৪১:১৫   ৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ