ইউসিএলে ফেভারিটদের রাত, পিএসজি-জুভেন্টাস-ডর্টমুন্ডের জয়

প্রথম পাতা » খেলাধুলা » ইউসিএলে ফেভারিটদের রাত, পিএসজি-জুভেন্টাস-ডর্টমুন্ডের জয়
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



ইউসিএলে ফেভারিটদের রাত, পিএসজি-জুভেন্টাস-ডর্টমুন্ডের জয়

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচটাই কেড়ে নিয়েছিলো চ্যাম্পিয়ন্স লিগের সব আলো। কিন্তু সেই আলোর বাইরেও ম্যাচ ছিল। ইউরোপিয়ান ফুটবলের প্রেস্টিজিয়াস এই আসরের নতুন নিয়মে প্লে-অফে মাঠে নেমেছিল আরও ছয় দল। দুই লেগের টাই শেষে এই দলগুলো যোগ দেবে রাউন্ড অব সিক্সটিনের মঞ্চে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে লিগ পর্বের শীর্ষ ৮ দল।

প্লে-অফে নিজ দেশের ক্লাব ব্রেস্তের মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। খুব বেশি বেগ পাওয়ার কথা ছিল না ম্যাচ জিততে। সেটা হয়ওনি। ওসমান দেম্বেলের ক্ষুরধার ফর্মের সামনে টিকতে পারেনি স্বাগতিক ব্রেস্ত। ২১তম মিনিটে ভিতিনিয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ব্রেস্তের ডি-বক্সে তাদের মিডফিল্ডার লেস-মেলুর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির একটু আগে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। আশরাফ হাকিমির পাস থেকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে বল পাঠান দেম্বেলে। ৬৬তম মিনিটে আবার স্কোরশিটে দেম্বেলে। ৩-০ তে এগিয়ে রাউন্ড অব সিক্সটিনে এক পা দিয়েই রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি।

স্পোর্তিং লিসবসকে হারিয়েছে একই ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান দলটি তাদের তিন গোলই পেয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে সেরহো গুউরাসি, ৬৮ মিনিটে প্যাসকাল গ্রসের গোলেই জয় অনেকটা নিশ্চিত হয় তাদের। আর ৮২ মিনিটে করিম আদিয়েমি গোল করে নিশ্চিত করেন দলের জয়।

হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে জুভেন্টাস জিতেছে ২-১ গোলে।

চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল

ব্রেস্ত ০ - ৩ পিএসজি
বরুশিয়া ডর্টমুন্ড ৩ - ০ স্পোর্তিং লিসবন
জুভেন্টাস ২ - ১ পিএসভি আইন্দহফেন

বাংলাদেশ সময়: ১১:১৮:০৩   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ