নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিলে মানবে না বিএনপি: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিলে মানবে না বিএনপি: ফখরুল
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিলে মানবে না বিএনপি: ফখরুল

নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে মানবে না বিএনপি-এ কথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না- এ কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব,

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে, নতুন সরকারের প্রয়োজন পরবে বলেও মন্তব্য করেন।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

আদৌ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক কিনা, কারণ আছে সন্দেহ সৃষ্টি হওয়ার বলেও জানান তিনি।

ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন,

এটা কী আপনারা মেনে নিতে পারবেন। মানবেন। ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কথায় এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায় বলেও জানান তিনি।

দেশজুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম-এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করেছে সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

গণঅভ্যত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্র এবং ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে।

এদিকে, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন,

নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এ বিএনপি নেতা।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৩   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এখন কার্ডের রাজনীতি চলছে: নাহিদ
ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন: মির্জা আব্বাস
১৭ বছ‌রের গুম-খুন-রিমান্ড সহ্য ক‌রে‌ছি: পার্থ
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই: ইসি সানাউল্লাহ
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ
বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ