জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

জামালপুর প্রতিনিধি : প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন হাফিজুর রহমান হাবিব নামে এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ পাটাদহ গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও দক্ষিণ পাটাদহ এলাকার বাসিন্দা। নাশকতার মামলায় কারাগারে আছেন এ আওয়ামী লীগ নেতা।

জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাতে ১১টার দিকে হাফিজুর রহমানের মা হামিদুন বেগম বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান। মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

পরে জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ ঘণ্টার জন্য দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাবিব তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর থেকে জামালপুর জেলা কারাগারে আছেন হাফিজুর।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৪   ৪৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে : ড. আসিফ নজরুল
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশে তথ্য উপদেষ্টার আহ্বান
পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাবদ্ধতার দুর্বিষহ জীবন, দেড়শ বছরের পুরনো জামালপুরে পৌরসভায় সমাধান অধরা
জামালপুরে দালালের খপ্পরে পড়ে ভারতীয় কারাগারে বন্দি ৩ কিশোর
দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে: পুলিশপ্রধান
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু
একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ইন্দো-মালয়েশিয়ান মডেল চালু হলে বাংলাদেশিরা স্বল্প খরচে হজ করতে পারবেন : ধর্ম উপদেষ্টা
এখন আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা: খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ