জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



জামালপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা

জামালপুর প্রতিনিধি : প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন হাফিজুর রহমান হাবিব নামে এক আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ পাটাদহ গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুর রহমান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও দক্ষিণ পাটাদহ এলাকার বাসিন্দা। নাশকতার মামলায় কারাগারে আছেন এ আওয়ামী লীগ নেতা।

জানা গেছে, সোমবার (৩ মার্চ) রাতে ১১টার দিকে হাফিজুর রহমানের মা হামিদুন বেগম বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে নিজ বাড়িতে মারা যান। মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।

পরে জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ ঘণ্টার জন্য দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন। এরপর তাকে পুলিশ পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাবিব তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি নিজ এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর থেকে জামালপুর জেলা কারাগারে আছেন হাফিজুর।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৩৪   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে : মির্জা ফখরুল
সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ সভা
তিন উপদেষ্টার ভবদহ সফর ১০ লাখ মানুষের মনে আশার সঞ্চার করছে
বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ