ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

ইসরাইলি বাহিনীর নারকীয় তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে সেহরির সময় গাজাজুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।

জানা যায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে আকস্মিকভাবে গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ উপত্যকায় মরণ কামড় দিলো ইসরাইল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রীতিম তো মৃত্যু উপত্যকায় পরিণত হয় অবরুদ্ধ অঞ্চলটি। একে একে বাড়তে থেকে লাশের সারি।

এদিন রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়।

ইসরাইল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

বাংলাদেশ সময়: ১২:৩২:২৩   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জম্মু–কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরিয়ে নেয়া হলো ১ লাখ বাসিন্দাকে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি আগ্রাসন, নিহত ৬৯ হাজার ছাড়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ