ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫



ইসরাইলের মরণ কামড়ে নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

ইসরাইলি বাহিনীর নারকীয় তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। সোমবার (১৭ মার্চ) গভীর রাতে সেহরির সময় গাজাজুড়ে ব্যাপক আকারে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলায় এ পর্যন্ত তিন শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার মেডিকেল সূত্রে জানা গেছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৪২ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের ১৫৪ জন।

জানা যায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে আকস্মিকভাবে গাজার বেশ কয়েকটি স্থানে একযোগে বিমান হামলা চালানো হয়। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ উপত্যকায় মরণ কামড় দিলো ইসরাইল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রীতিম তো মৃত্যু উপত্যকায় পরিণত হয় অবরুদ্ধ অঞ্চলটি। একে একে বাড়তে থেকে লাশের সারি।

এদিন রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মার্কিন মধ্যস্থতায় গাজার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছিল। তবে বন্দি বিনিময়সহ গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে মতপার্থক্য থাকায় আলোচনায় সাফল্য আসেনি। এতে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়।

ইসরাইল জানিয়েছে, তারা আগের চেয়ে আরও শক্তিশালী সামরিক অভিযান পরিচালনা করবে। স্থল অভিযানেরও হুমকি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সংঘাতের এই নতুন ধাপে গাজায় মানবিক পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরাইল এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

বাংলাদেশ সময়: ১২:৩২:২৩   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি ৪ থেকে ৭ জানুয়ারি চীন সফর করবেন
বিশ্ব নেতাদের মানুষ ও পৃথিবীর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জাতিসংঘ প্রধানের
আইএসের বিরুদ্ধে তুরস্কজুড়ে অভিযান, গ্রেপ্তার ৩৫৭
তাইওয়ানের আশপাশে চীনা সামরিক মহড়া নিয়ে চিন্তার কিছু নেই, বললেন ট্রাম্প
মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত দলের জয় দাবি
মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ