জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) সকালে পৌরসভার আরামনগর বাজার চা পট্টি এলাকায় থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি টিম।

নিহত রাসেল মিয়া আরামনগর গ্রামের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে। সে পেশায় একজন হোটেল কর্মচারী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) দুপুরে রাসেল কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা বন্ধু। এরপর রাসেল আর বাড়ী ফিরেনি। আজ সকালে আরামনগর বাজারে চা পট্টি পাবলিক টয়লেটের পাশে হাফিজুরের চা দোকানের মধ্যে হাত-পা বাঁধা ধন্ন্যার সাথে ফাঁসিতে ঝুলানো রাসেলের লাশ পাওয়া যায়।

এঘটনায় পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন অনলাইন তথা মোবাইলে জুয়া খেলা কে কেন্দ্র করে সম্ভবত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতের পিতা ওহিদুল ইসলাম জানান, আমার ছেলে রাসেলকে প্রতিদিনই ওর কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যেতো। শুনেছি ওরা মোবাইলে জুয়া খেলতো। আর এই জুয়া খেলাকে কেন্দ্র করেই ওর বন্ধুরা রাসেলের কাছে ৩৫০০ টাকা পাইতো। রাসেল এই টাকা দিতে পারতো না বলে মাঝেমধ্যেই ওরা প্রাণের হুমকি দিতো। গতকাল বুধবার দুপুরে রাসেলকে ওরা ডেকে নিয়ে যায়। এরপর আর রাসেল আর বাড়ী আসেনি। রাতে কয়েক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আজ সকালে ওর হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পাই। আমি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:০৯   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়েছে - মুক্তিযুদ্ধ উপদেষ্টা
বন্দরে কামাল চেয়ারম্যান গ্রেপ্তার, রিমান্ডের আবেদন
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে স্মারকলিপি
আগামি বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে: বাণিজ্য উপদেষ্টা
সমাজকল্যাণমূলক বিভিন্ন সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: শারমীন এস মুরশিদ
ষড়যন্ত্রকারীরা নির্বাচনী উদ্যোগ বানচালের চেষ্টা করতে পারে : গয়েশ্বর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ