জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



জামালপুরে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার(২০ মার্চ) সকালে পৌরসভার আরামনগর বাজার চা পট্টি এলাকায় থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর একটি টিম।

নিহত রাসেল মিয়া আরামনগর গ্রামের চা দোকানদার ওহিদুল ইসলামের ছেলে। সে পেশায় একজন হোটেল কর্মচারী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) দুপুরে রাসেল কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারা বন্ধু। এরপর রাসেল আর বাড়ী ফিরেনি। আজ সকালে আরামনগর বাজারে চা পট্টি পাবলিক টয়লেটের পাশে হাফিজুরের চা দোকানের মধ্যে হাত-পা বাঁধা ধন্ন্যার সাথে ফাঁসিতে ঝুলানো রাসেলের লাশ পাওয়া যায়।

এঘটনায় পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন অনলাইন তথা মোবাইলে জুয়া খেলা কে কেন্দ্র করে সম্ভবত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতের পিতা ওহিদুল ইসলাম জানান, আমার ছেলে রাসেলকে প্রতিদিনই ওর কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যেতো। শুনেছি ওরা মোবাইলে জুয়া খেলতো। আর এই জুয়া খেলাকে কেন্দ্র করেই ওর বন্ধুরা রাসেলের কাছে ৩৫০০ টাকা পাইতো। রাসেল এই টাকা দিতে পারতো না বলে মাঝেমধ্যেই ওরা প্রাণের হুমকি দিতো। গতকাল বুধবার দুপুরে রাসেলকে ওরা ডেকে নিয়ে যায়। এরপর আর রাসেল আর বাড়ী আসেনি। রাতে কয়েক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আজ সকালে ওর হাত-পা বাঁধা ফাঁসিতে ঝুলানো লাশ দেখতে পাই। আমি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:৩১:০৯   ৫০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চশমা প্রতীকে নির্বাচন করবে ৮ দলের শরিক দল জাগপা
কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন
অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান দেড় লক্ষ টাকা জরিমানা
প্রতিবন্ধী স্কুল পরিদর্শন: জামায়াত আমির
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে - মৎস্য উপদেষ্টা
ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় চ্যালেঞ্জ হলো ঋণ প্রাপ্তি - শিল্প উপদেষ্টা
‘গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে’:অধ্যাপক মুজিবুর রহমান
ইসির নিবন্ধন সার্টিফিকেট পেয়েছে এনসিপি
হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়-বন্যা: বাংলাদেশ থেকে ১০ টন ত্রাণ সহায়তা পাঠিয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ