রিপনের আত্মার মাগফিরাত কামনায় বঙ্গসাথী ক্লাবে মিলাদ ও স্মরণসভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিপনের আত্মার মাগফিরাত কামনায় বঙ্গসাথী ক্লাবে মিলাদ ও স্মরণসভা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫



রিপনের আত্মার মাগফিরাত কামনায় বঙ্গসাথী ক্লাবে মিলাদ ও স্মরণসভা

নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রথম চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার ছেলে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোটভাই মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বাদ জোহর, পশ্চিম দেওভোগ বঙ্গসাথী ক্লাব ক্রীড়া ও সামাজিক সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল। এতে সামাজিক সাংস্কৃতিক এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, ক্লাবের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা বলেন, মোহাম্মদ আলী রেজা রিপন ছিলেন একজন সৎ, নির্ভীক, বিনয়ী ও দক্ষ সংগঠক। তিনি কখনও উচ্চস্বরে কথা বলতেন না এবং রাজনীতিকে কখনো ব্যক্তিগত সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি। তার পিতা, জননেতা ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার নীতি-আদর্শ অনুসরণ করেই রাজনীতি করেছেন তিনি। রিপন ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ, যিনি সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন।

সভাপতির বক্তব্যে আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, “আমরা দুই ভাই একসঙ্গে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম। ভাইকে অসময়ে হারিয়ে আমরা শোকসন্তপ্ত। আপনারা সবসময় চুনকা পরিবারের পাশে থেকেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পশ্চিম দেওভোগ মিন্নত আলী জামে মসজিদের খতিব আনিসুর রহমান।

মিলাদ শেষে মোহাম্মদ আলী রেজা রিপনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩২   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি
ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ