কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫



কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

এএইচএফ কাপ হকির নবম আসরে দুর্দান্ত শুরু করেছে শিরোপাধারী বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। আর আজ (১৮ এপ্রিল) সন্ধ্যায় গ্রুপের প্রথম ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সোহানুর রহমান সবুজ।

এর আগে কাজাখস্তানের বিপক্ষে কখনও হারেনি বাংলাদেশ। এ ম্যাচে ৩৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা ছিলো খেলা। আর তাতেই কাজাখস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হারের শঙ্কা জেগেছিলো বাংলাদেশের।

এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের খেলোয়াড়েরা। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকেন সোহানুর রহমান সবুজরা। শেষ দুই কোয়ার্টারে কাজাখস্তানের জালে ৪ গোল দেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এর আগে ২০২২ সালের এএইচএফ কাপে কাজাখস্তানকে ৮ গোলে উড়িয়ে দিয়েছিলো বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন আশরাফুল ইসলাম। তার ৬ মিনিট পরই সমতায় ফেরে কাজাখস্তান। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন নাইম উদ্দিন। এক মিনিট পরেই ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান রাকিবুল।

৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। ম্যাচের স্কোরলাইন তখন ৪-১। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। গোল করে ব্যবধান ৫-১ করেন আশরাফুল।

নিজেদের পরবর্তী ম্যাচে রোববার (২০ এপ্রিল) স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৮   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল
নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা
উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়
নাটকীয় জয়ে শীর্ষস্থান দখল করলো পিএসজি
মেসির ভারত সফরে বিশৃঙ্খলা, আয়োজক আটক
শিনোজাদার সেঞ্চুরিতে বাংলাদেশকে কঠিন লক্ষ্য দিল আফগানিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ