কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

প্রথম পাতা » খেলাধুলা » কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫



কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর হয়ে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

এ ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ড গড়েছেন কোহলি। পাকিস্তানের বাবর আজমকে টপকে যান তিনি। ৬১ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাবর।

গতরাতে ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬১ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। সল্ট ২৬ রানে ফিরলে দেবদূত পাডিক্কালকে নিয়ে ৫১ বলে ৯৫ রান যোগ করেন কোহলি। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫০ রানে আউট হন পাডিক্কাল। শেষ দিকে টিম ডেভিডের ১৫ বলে ২৩ এবং জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। রাজস্থানের পেসার সন্দ্বীপ শর্মা ২ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৫২ রান তোলেন রাজস্থানের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ৯ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল রাজস্থান।

মিডল অর্ডারে ২৪, ২৮ ও ২৭ রানের ছোট-ছোট জুটিতে জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল রাজস্থান। ১৮তম ওভারে ২২ রান আসায় শেষ ১২ বলে ১৮ রান দরকার পড়ে রাজস্থানের। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট এবং শেষ ওভারে ৫ রানে ২ উইকেট পতন হলে জয়ের সুযোগ হাতছাড়া করে রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করে তারা।

রাজস্থানের জয়সওয়াল ১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯, ধ্রুব জুরেল ৩টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৪৭ ও নিতিশ রানা ২২ বলে ২৮ রান করেন।

ব্যাঙ্গালুরুর পেসার জশ হ্যাজেলউড ৩৩ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ব্যাঙ্গালুরু। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই আছে রাজস্থান।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:০৭   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ