বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ টিম বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান সাংবাদিকদের জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর তথ্য চাওয়া হয়েছে। এসব প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই তারা এই অফিসে এসেছেন।

তিনি আরও বলেন, বন্দর এলজিইডি অফিসে কাজের পরিধি অনেক বেশি। তাই বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও এই অফিসে আসা হবে।

এদিকে, দুদক দলের এই অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল তাদের অফিসে এসেছিল এবং বর্তমান চলমান ও বিগত ৫ বছরের উন্নয়ন কাজের তথ্য জানতে চেয়েছে। তিনি জানান, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্পের তথ্য সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দুদক নারায়ণগঞ্জ টিম বন্দর এলজিইডি অফিসে অভিযান চালিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছিল। আজকের এই দ্বিতীয় দফা অভিযানে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যা বন্দর এলজিইডি অফিসের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির অনুসন্ধানে আরও গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন বীর : শিবির সভাপতি
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাবির ৬ ডিন
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের ১০০০ রেগুলেটর ধ্বংস
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান
বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে : তারেক রহমান
ফ্যাসিবাদী শাসনামল ছিল গণমাধ্যমের জন্য কঠিন সময়: মতিউর রহমান
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল
ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : আসাদ আলম
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ