বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ টিম বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান সাংবাদিকদের জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর তথ্য চাওয়া হয়েছে। এসব প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই তারা এই অফিসে এসেছেন।

তিনি আরও বলেন, বন্দর এলজিইডি অফিসে কাজের পরিধি অনেক বেশি। তাই বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও এই অফিসে আসা হবে।

এদিকে, দুদক দলের এই অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল তাদের অফিসে এসেছিল এবং বর্তমান চলমান ও বিগত ৫ বছরের উন্নয়ন কাজের তথ্য জানতে চেয়েছে। তিনি জানান, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্পের তথ্য সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দুদক নারায়ণগঞ্জ টিম বন্দর এলজিইডি অফিসে অভিযান চালিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছিল। আজকের এই দ্বিতীয় দফা অভিযানে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যা বন্দর এলজিইডি অফিসের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির অনুসন্ধানে আরও গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া: মঈনুদ্দিন
দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনের প্রস্তুতিসভায় পররাষ্ট্র উপদেষ্টা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
সেনাপ্রধানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান : লুৎফুজ্জামান বাবর
দুধ আমদানি কমাতে সারাদেশে চিলিং পয়েন্ট স্থাপন করা হবে : ফরিদা আখতার
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জামালপুরে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির জরিমানা
১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই - অর্থ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ