বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫



বন্দর এলজিইডি অফিসে দুদকের হানা, প্রকল্পের নথিপত্র জব্দ

দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ টিম বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক মশিউর রহমান সাংবাদিকদের জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর তথ্য চাওয়া হয়েছে। এসব প্রকল্পে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই তারা এই অফিসে এসেছেন।

তিনি আরও বলেন, বন্দর এলজিইডি অফিসে কাজের পরিধি অনেক বেশি। তাই বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আবারও এই অফিসে আসা হবে।

এদিকে, দুদক দলের এই অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল তাদের অফিসে এসেছিল এবং বর্তমান চলমান ও বিগত ৫ বছরের উন্নয়ন কাজের তথ্য জানতে চেয়েছে। তিনি জানান, তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রকল্পের তথ্য সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও দুদক নারায়ণগঞ্জ টিম বন্দর এলজিইডি অফিসে অভিযান চালিয়েছিল এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছিল। আজকের এই দ্বিতীয় দফা অভিযানে আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে, যা বন্দর এলজিইডি অফিসের উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতির অনুসন্ধানে আরও গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমির ডিজিটাল রূপান্তর একটি যুগান্তকারী পদক্ষেপ : সিনিয়র সচিব
আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল : ইসি সচিব
বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব, মুডিসের প্রতিবেদন নিয়ে কী বলছেন গভর্নর
নারায়ণগঞ্জসিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন কে বদলি
রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে কাজ করতে আগ্রহী কেন শিক্ষার্থীরা?
আবহাওয়া অফিস জানালো, দেশে কতটি তীব্র শৈত্যপ্রবাহ হবে
বিএনপি যে জেলায় কোনো আসনেই প্রার্থী দেয়নি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ