পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে

প্রথম পাতা » খেলাধুলা » পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
বুধবার, ৭ মে ২০২৫



পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে

অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে মঙ্গলবার (৬ মে) ভারতে পা রাখে বাংলাদেশ দল। এর মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। তাতে ভারতে অবস্থান নেয়া অনূর্ধ্ব-১৯ দলের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা।

আগামী ৯ থেকে ১৮মে ৬ দল নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার (৬ মে) ভারতের মাটিতে পা রাখে বাংলাদেশ দল।

তবে সেখানে পৌঁছানোর পর-ই তৈরি হয়েছে উৎকণ্ঠা। সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। বুধবার ভোরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান ভারতে যে হামলা শুরু করেছে তার নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এদিকে পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

এছাড়া জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলি এবং কামানের গোলার আঘাতে ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক।

দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্রের এমন সংঘাতে মাঝে তাই প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। আগামী ৯মে নিজেদের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। লাল সবুজদের অন্য দুই প্রতিপক্ষ ভুটান ও মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১৪   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ