ড. ইউনূসের লক্ষ্য বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা

প্রথম পাতা » চট্টগ্রাম » ড. ইউনূসের লক্ষ্য বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫



ড. ইউনূসের লক্ষ্য বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ড. ইউনূসের লক্ষ্য হচ্ছে, কীভাবে দেশে বিনিয়োগ বাড়ানো যায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায়। তিনি বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলতে চান, যাতে প্রবাসে কাজ করতে যাওয়া মানুষজন নিজ দেশে থেকেই আয় করতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূস ২০০৭-০৮ সাল থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে চিন্তা-ভাবনা করে আসছেন। তিনি বলেন, নয় মাস ধরে ড. ইউনূসকে কাছ থেকে দেখে বুঝেছি-উনার মতো প্রো-বিজনেস হেড অব গভর্নমেন্ট আমরা আগে দেখিনি। দাভোসে তিনি একদিনে ২৩টি মিটিং করেছেন, নিউইয়র্কে চারদিনে করেছেন ৫১টি মিটিং-সবই দেশের জন্য বিনিয়োগ আনতে।

চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূসের সঙ্গে বৈঠক করা বহু বিদেশি বিনিয়োগকারী বলেছেন, বন্দরের সক্ষমতা না বাড়ালে বড় বিনিয়োগ আসবে না। তাই বন্দরের উন্নয়নই এখন অগ্রাধিকার। অনেকে আশঙ্কা করছেন, বিদেশি অপারেটর এলে চাকরি হারাবে; বরং বাস্তবতা হলো চাকরি ১০ গুণ বাড়বে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৪   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সরকার কাজ করছে - ধর্ম উপদেষ্টা
রাজনীতি ত্যাগের জন্য, পকেট ভরার জন্য নয়: এ্যানি
পিআরের উদ্দেশ্য হলো ‘যদি কিছু পায়’: বিএনপি নেতা সালাহউদ্দিন
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা
দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হলে মতপার্থক্য দূর করতে হবে: এ্যানি
সম্পর্ক উন্নয়নে দু’দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন : পাক বাণিজ্যমন্ত্রী
পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ