নীলে নীলে মিলে একাকার মিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলে নীলে মিলে একাকার মিম
শনিবার, ১০ মে ২০২৫



নীলে নীলে মিলে একাকার মিম

ঢালিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা সিনহা মিম। পর্দার পাশাপাশি মডেলিং নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সামাজিক মাধ্যমে কখনো নানা অবতারে মেলে ধরেন নিজেকে, ভক্তদের মাঝে রীতিমতো মুগ্ধতা ছড়ান এই নায়িকা।

ছুটিছাটায় কোথাও বেড়াতে গেলেও সেখান থেকে আকর্ষণীয় রূপে নিজেকে মেলে ধরেন বিদ্যা সিনহা মিম। তবে এবার কাজের ব্যস্ততাকে সঙ্গে নিয়েও বেড়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি নীল সাগরের দেশ মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি কমার্শিয়ালের কাজে অংশ নিতে দেখা যায় তাকে। এবার কাজের ফাঁকে নিজেকে ভক্তদের কাছে মেলে ধরলেন মিম।

সম্প্রতি মালদ্বীপের সাগরপাড় থেকে থেকে কিছু মনোমুগ্ধকর ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। নীলে নীলে মিলে যেন এদিন একাকার হয়ে যান মিম! কারণ, মিমের পরনেও ছিল এদিন নীল রঙের, সাদা ফুলের প্রিন্টের টপস। যা আশেপাশের পরিবেশের রঙের সঙ্গেও মিলে যায়।

বলা বাহুল্য, সমুদ্রের নীল জলের প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে মিশে যাওয়া মিমের এই ফ্যাশন যেন ছিল চোখ জুড়ানো। এছাড়াও খোলা চুল, ন্যাচারাল মেকআপ আর মুখভরানো হাসিতে নিজেকে করে তোলেন আরও প্রাণবন্ত ও আবেদনময়ী।

মিমের এই বেড়াতে যাওয়ার ছবিগুলো যেমন ভক্তদের মাঝে ভ্রমণের এক আমন্ত্রণও তৈরি করে দিচ্ছে, তেমন এই ছবিগুলোর মাধ্যমে মিম আবারও প্রমাণ করলেন তিনি শুধু একজন চিত্রনায়িকাই নন, বরং একজন স্টাইল আইকন এবং প্রকৃতিপ্রেমীও। সব মিলিয়ে ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা, প্রশংসা- ভালোবাসাও পাচ্ছেন নায়িকা।

বাংলাদেশ সময়: ১৪:১৩:২৩   ৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
সিদ্ধিরগঞ্জ ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
জনগণ ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে: সাখাওয়াত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
রব‌ীন্দ্রনাাথ ও নজরুল দুজনই জীবন ঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন - শিক্ষা উপদেষ্টা
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে বিদায় সংবর্ধনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ