রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন।

‘আপনারা জানেন, যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব—যদি তা উপযুক্ত হয়,’ কাতারে এক বক্তব্যে বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন, ‘আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্বকে সাহায্য করতে পারি। তাই আমরা মনে করি, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভালো কিছু করতে পারব।’

দোহা থেকে এএফপি জানায়, একদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় যোগ দিলে তিনিও তুরস্কে যাবেন। তবে রাশিয়ার পক্ষ থেকে একজন জুনিয়র প্রতিনিধি পাঠানো হচ্ছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনায় অংশ নিয়ে শান্তির প্রতি আন্তরিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন।

পুতিনের অনুপস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বিস্মিত হইনি। আমি না গেলে উনি কেন যাবেন?’

দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের পক্ষ থেকে প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিকে রাশিয়া প্রত্যাখ্যান করে।

ইউক্রেনের সঙ্গে বর্তমান প্রশাসনের সম্পর্ক উন্নয়ন হলেও, কাতারে আবারও জেলেনস্কিকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করেন ট্রাম্প।

‘আমি মনে করি, ও সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় সেলসম্যান,’ বলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির এক উত্তেজনাপূর্ণ বৈঠক হয়।

ট্রাম্প জানান, তার প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা কমিয়ে দিয়েছে। ‘এটা খুব সহজ ছিল, যেন বাচ্চার কাছ থেকে টফি কেড়ে নেওয়া,’ বলেন তিনি।

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প বর্তমানে কাতারে রয়েছেন। সফর শেষে বৃহস্পতিবারই তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

তবে তুরস্ক সফরের বিষয়ে তিনি বলেন,
‘এই সফরের মাঝে তুরস্ক যাওয়া কঠিন হবে,’ যদিও তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যে তুরস্কে অবস্থান করছেন।

‘তিনি অসাধারণ কাজ করছেন। মার্কো সেখানে আছেন,’ বলেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০২   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
শুকিয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর, দেখা যায় খালি চোখেই!
ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন
চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট
ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে, তা ভয়াবহ: ট্রাম্প
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ