রাতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ বার্সেলোনার

প্রথম পাতা » খেলাধুলা » রাতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ বার্সেলোনার
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



রাতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ বার্সেলোনার

আজই কি তবে সেই উৎসবের রাত? এই প্রশ্নের উত্তর পেতে বার্সেলোনার সমর্থকদের অপেক্ষা করতে হবে কাতালান ডার্বি শেষ হওয়া পর্যন্ত। বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে হতে যাওয়া এই ম্যাচে জয় পেলেই লা লিগার শিরোপা জয়ের উৎসব করতে করতে ঘরে ফিরতে আর বাধা থাকবে না কিউলদের। তবে হারলে বা ড্র করলে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়বে।

চলতি মৌসুমটা বার্সেলোনার জন্য স্বপ্নের মতো কাটছে। চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিলেও ঘরোয়া ডবলসের সামনে দাঁড়িয়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এরই মধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছে তারা। অপেক্ষা এবার লা লিগার শিরোপার। বার্সা কতটা ছন্দে আছে দল তা বুঝা যায় এল ক্লাসিকোর ফলাফল দেখে। এই মৌসুমে চারবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয় পেয়েছে কাতালানরা, গোল দিয়েছে ১৬টি।

গতকাল বুধবার (১৪ মে) মায়োর্কাকে হারিয়ে শিরোপা জয়ের ক্ষীণ একটা সম্ভাবনা টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে আজই সে আশা ধুলোয় মিটিয়ে দেয়ার সুযোগ বার্সার সামনে। তার জন্য এই ম্যাচে জিততে হবে হ্যান্সি ফ্লিক শিষ্যদের। দারুণ ছন্দে আছে কাতালানরা। কারণ আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে।

আজই শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়ে প্রতিপক্ষের মাঠে যেতে পারেন কিউলরা। কারণ শক্তিতে প্রতিপক্ষ এস্পানিওল যে অনেক পিছিয়ে। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান এস্পানিওলের। কাতালান ডার্বি তাই একপেশে হওয়ার সম্ভাবনাই প্রবল।

পরিসংখ্যান বলছে কাতালান ডার্বিতে বড় ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। মেজর টুর্নামেন্টে সব মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছে ২১৭বার। এর মধ্যে ১২৭বার জিতছে বার্সা, এস্পানিওলের জয় মোটে ৪৪টি। ড্র হয়েছে বাকি ৪৬ ম্যাচ। এই ম্যাচগুলোতে বার্সেলোনার ৪১৮ গোলের বিপরীতে এস্পানিওল করেছে ২৩১ গোল। শুধু লা লিগা বিবেচনায় নিলে ১৭৭ ম্যাচে বার্সার জয় ১০৩ ম্যাচে, আর এস্পানিওলের ৩৪ ম্যাচে। ড্র ৪০ ম্যাচে।

এই ম্যাচে মাঠে নামার আগে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে পাচ্ছেন না জার্মান কোচ। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন জুলস কুন্ডে। হাটুতে চোট পেয়েছেন পাবলো তোরে। কাঁধের ইনজুরিতে মাঠের বাইরে রদ্রিগেজ। সাসপেনশনে আছেন মার্টিনেজ আর সবশেষ অ্যাপেন্ডিক্সের জটিলতায় অস্ত্রোপচারের কারণে ছিটকে গেছেন ফেরান তোরেস।

ইনজুরি আর সাসপেনশন থাকলেও এই ম্যাচে শক্তিশালী একাদশ পাচ্ছেন কোচ। আক্রমণ ভাগে ইয়ামাল, অলমো, রাফিনিয়ারা থাকছেন। তাছাড়া পেদ্রি, ক্রিস্টিয়ানসেন, ডি জংরা আছেন ছন্দে। তাছাড়া বর্তমান ছন্দ মিলিয়ে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় বার্সেলোনার। আর এই ম্যাচ জিতলেই ২ ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসবে মাতবে কাতালানরা।

আজ জয় পেলে ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ঘরে আছে রেকর্ড ৩৬টি লা লিগা শিরোপা।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৮   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়
ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল
নেপালকে দেড়শও করতে দিলো না বাংলাদেশের যুবারা
উলভসের ২ আত্মঘাতী গোলে আর্সেনালের জয়
নাটকীয় জয়ে শীর্ষস্থান দখল করলো পিএসজি
মেসির ভারত সফরে বিশৃঙ্খলা, আয়োজক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ