এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো বোলোনিয়া

প্রথম পাতা » খেলাধুলা » এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো বোলোনিয়া
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫



এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো বোলোনিয়া

দীর্ঘদিন পর শিরোপার স্বাদ পেয়েছে বোলোনিয়া। বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে পরাজিত করে ৫১ বছর পর বড় কোন শিরোপা ঘরে তুলেছে বোলোনিয়া।

এর মাধ্যমে এবারের মৌসুমে আরো একবার হতাশায় ডুবতে হলো ইতালিয়ান জায়ান্ট মিলানকে।

ড্যান এনডোয়ের ৫৩ মিনিটের গোলে বোলোনিয়ার ঐতিহাসিক জয় নিশ্চিত হয়েছে। ১৯৭৪ সালের পর এটাই প্রথম বড় কোন শিরোপা বোলোনিয়ার। এমনকি সর্বশেষ ইতালিয়ান কাপ জয়ের পর বড় কোন টুর্ণামেন্টের ফাইনালে পর্যন্ত খেলেনি বোলোনিয়া। এনিয়ে দ্বিতীয় ঘরোয়া শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করেছে বোলোনিয়া।
থিয়াগো মোত্তার স্থানে কোচ হিসেবে ভিনসেনজো ইতালিয়ানো নিয়োগ পাবার সাথে সাথেই বোলোনিয়ার চেহারা পাল্টে যায়।

ম্যাচ শেষে এনডোয়ে স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ‘এটা একটি কঠিন ম্যাচ ছিল। কিন্তু আমরা এটা শুধুমাত্র নিজেদের জন্য নয়, পুরো শহর ও সমর্থকদের জন্য জয় করেছি। ফাইনালে সবকিছু সঠিক ভাবে হয়েছে। সঠিক সময়ে আমরা গোল আদায় করে নিয়েছি। পুরো একটি দল হিসেবে সবাই আজ পারফর্ম করেছে।’

এর মাধ্যমে কোচ হিসেবে ইতালিয়ানো প্রথম বড় কোন শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। এর আগে ২০২৩ সালে ইতালিয়ান কাপের ফাইনালসহ ফ্লোরেনতিনার হয়ে তিনটি ফাইনালে হেরেছিলেন ইতালিয়ানো।

স্তাদিও অলিম্পিকোতে আসা বোলোনিয়ার সমর্থকরা ম্যাচ শেষে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে
জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এই দিনটির অপেক্ষা যে বেশ দীর্ঘ ছিল।

ইতালিয়ানো বলেছেন, ‘এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। বিশেষ করে আজ আমরা যে ধরনের ফুটবল খেলেছি তা ছিল অসাধারণ। এটা সত্যিই দুর্দান্ত পারফরমেন্স ছিল। কাপ জয়ের মাধ্যমে দারুন একটি মৌসুম শেষ করলাম। আমাদের সমর্থকরাও এই আনন্দের ভাগীদার।’

২০০৩ সালে সর্বশেষ ইউরোপীয়ান শিরোপা ও ঘরোয়া কাপ শিরোপা জয় করেছিল মিলান।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩২   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিউবার পর জাতীয় দলেও খেলোয়াড় ছাড়ছে না কিংস
উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের
ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ